‘একদম ইচ্ছে করেই। প্রতিটি টিভি চ্যানেল ও পরিচালকদের ইচ্ছে করেই না করে দিয়েছি।
অভিনয়ে দীর্ঘ ক্যারিয়ার মাহফুজ আহমেদের। পরিচালনা শুরু করেছেন, সে-ও অনেক বছর হয়ে গেলো। প্রতি ঈদে তার নাটক মানেই তারকা সমাবেশ এবং ফলশ্রতিতে দর্শকের বাড়তি আগ্রহ। সে চিত্রটাই ছিল সবার চেনা। এতদিনে এই ধারাবাহিকতার সুতোয় টান পড়লো এবং ছিঁড়েও গেলো। কারণ হিসেবে মাহফুজ সামনে দাঁড় করালেন ‘জিরো ডিগ্রি’কে।
‘জিরো ডিগ্রি’ মাহফুজ অভিনীত নতুন চলচ্চিত্র। এটি প্রযোজনাও করেছেন তিনি। এর দৃশ্যধারণ হয়ে গেছে। সম্পাদনাও প্রায় শেষের দিকে। তার ভাষ্য, ‘ছবিটি মুক্তি পাবে ডিসেম্বরে। এর বিপণন পরিকল্পনা, প্রচারণা নিয়ে খুব ব্যস্ততা যাচ্ছে। এ কারণে ছোটপর্দার কাজ সব বন্ধ রেখেছি। ’
তবে শুধু ‘জিরো ডিগ্রি’ই ঈদে মাহফুজের অনুপস্থিতির পেছনে একমাত্র কারণ নয়। অন্য কারণও আছে। তিনি বললেন সেটাও, ‘ভালো লাগছিলো না আসলে। প্রতি ঈদে চাঁদরাত পর্যন্ত কাজ করতে হয়। বাসায় ফিরে ঘুম আর বিশ্রাম না নিয়ে উপায় থাকে না। আমার স্ত্রী আছে, ছোট বাচ্চারা আছে। তাদেরকে একটুও সময় দেওয়া হয় না। নিজের কাছেই খারাপ লাগে। এবার তাই কোনো কাজ না করে শুধু পরিবারকেই সময় দিয়েছি। ’
মাহফুজকে ছাড়াই ছোটপর্দাকে চলতে হবে আরও দুই মাস। ডিসেম্বর পর্যন্ত তিনি শুধুই ‘জিরো ডিগ্রি’র। এর আগে কোনো টিভি নাটক নির্মাণ তো দূরের কথা, অভিনয়ও করবেন না মাহফুজ।
‘জিরো ডিগ্রি’র প্রচারণা নিয়ে পরিকল্পনা চলছে। তিনি বললেন, ‘একটি চলচ্চিত্রের যেরকম প্রচারণা হওয়া উচিত, আমরা একটুও কমতি রাখবো না। দেশের প্রতিটি মানুষ জানবে, এই নামে একটা ছবি আসছে। ’
‘জিরো ডিগ্রি’তে মাহফুজের সহশিল্পী জয়া আহসান ও রুহি। ছবিটির দৃশ্যধারণ শুরু হয় গত বছরের নভেম্বরে। এটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ।
* (ওপরের ছবিতে) ‘জিরো ডিগ্রি’র দৃশ্যে মাহফুজ আহমেদ ও রুহি
বাংলাদেশ সময় : ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৪