অনেক আগের কথা। তখনও আঁচল জানতেন না এফডিসিটা দেখতে কেমন।
সেদিনটা এখনও আঁচলের স্মৃতিতে স্পষ্ট। এই এফডিসিই যে তার ঘরবাড়ি হয়ে যাবে তা কেইবা জানতো! তিনি বললেন, ‘শাবনূর আপুর অভিনয়ের ভক্ত আমি। তার সঙ্গে কখনও কাজের সুযোগ হয়নি। তবে সেই দিনের কথা ভুলিনি। তার সঙ্গে আবার দেখা হলে ছোটবেলার মজার স্মৃতির কথা বলবো। ’
আঁচল এখন জনপ্রিয় অভিনেত্রীদের কাতারে স্থান করে নিয়েছেন। গেলো কোরবানি ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘কিস্তিমাত’। আশিকুর রহমান পরিচালিত এ ছবিতে আরিফিন শুভর সঙ্গে দেখা গেছে তাকে। প্রেক্ষাগৃহে গিয়ে পরিবারসহ ছবিটি দেখেছেন তিনি। কেমন সাড়া পেলেন? আঁচলের উত্তর, ‘আমি ভালো সাড়া পেয়েছি। আমার অভিনয়ের প্রশংসা করেছেন সবাই। এজন্য আমি আশাবাদী। ’
ছোটবেলা থেকে নাচ শেখাটা বড় পর্দায় কাজে লেগেছে আঁচলের। রাজু আহমেদ পরিচালিত ‘ভুল’ ছবির মাধ্যমে বড়পর্দায় পথচলা শুরু হয় তার। এরপর ‘বেইলি রোড’ (নিলয়), ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’ ও ‘কি প্রেম দেখাইলা’ (বাপ্পি), ‘ফাঁদ’সহ (শাকিব খান) বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। আগামী ২১ নভেম্বর মুক্তি পাবে তার নতুন ছবি ‘স্বপ্ন যে তুই’। মনিরুল ইসলাম সোহেলের পরিচালনায় এ ছবিতে তার সহশিল্পী ইমন। আঁচল বলেন,‘ এ ছবিতে আমার চরিত্রের নাম জেরি। গল্পটা একটু আলাদা। বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের নিয়েই এর কাহিনী। গানগুলো বেশ সুন্দর। এ ছবি নিয়েও আমি আশাবাদী।
আঁচলের হাতে এখন বেশ কয়েকটি ছবি। ২০ অক্টোবর চট্রগ্রামের কাপ্তাই থেকে ‘আজব প্রেম’-এর (বাপ্পী) কাজ শেষে ঢাকায় ফিরেছেন। ২৫ অক্টোবর থেকে ‘আড়াল’ (শাহরিয়াজ) ছবির গানের দৃশ্যধারণের কাজে যেতে হবে বান্দরবান। মনতাজুর রহমান আকবরের ‘বোঝে না সে বোঝে না’ ছবির কাজ শেষ হয়েছে। সামনে শুরু হবে শামীম আহমেদ রনির ‘মেন্টাল’ (শাকিব খান) ও ‘সুলতানা বিবিয়ানা’ (বাপ্পি)। সব মিলিয়ে খুবই ব্যস্ত সময় কাটছে তার।
আঁচলের বেশিরভাগ ছবির সহশিল্পী বাপ্পি। হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’য়ও এ জুটিকে দেখা যাবে। এতে আঁচলের চরিত্রের নাম সোনালি। গল্পের প্রয়োজনে এর কাজ হবে যশোরের একটি গোলাপ ফুলের বাগানে। অন্যদিকে ‘মেন্টাল’-এ আঁচলের চরিত্রটি উচ্চবিত্ত পরিবারের মেয়ের। এর দৃশ্যায়ন শুরু হবে নভেম্বরে।
এত ছবিতে কাজ করার পর এখনও অভিনয়ে নিজেকে পুরোপুরি দক্ষ মনে করেন না আঁচল। তার কথায়, ‘এখনও অনেক কিছু পারি না। সবচেয়ে বড় কথা অভিনয়টা পাকাপোক্তভাবে শিখতে চাই। যেনো একসময় নতুন নায়িকারা বড় পর্দায় কাজ শুরু করলে মনে মনে আঁচলের মতো অভিনেত্রী হতে চান। ’
বাংলাদেশ সময় : ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪