নিজের ভালো কাজগুলোর দিকে সবাই কমবেশি ফিরে তাকায়। মমও সে দলের বাইরে নন।
এ বিষয়টি মমকে খুব ভাবাচ্ছে ইদানীং। পাশাপাশি টিভি নাটকের বর্তমান অবস্থা নিয়ে খানিকটা হতাশ তিনি। এ নিয়ে বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মন্তব্য লিখেছিলেনও তিনি। সেই সূত্র ধরে বাংলানিউজের সঙ্গে আলাপকালে মম বলেন, ‘টেলিভিশন অঙ্গন কোনদিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না। অনেক পরিচালক নাটক বানাচ্ছেন, প্রযোজকরা অর্থলগ্নি করছেন, প্রচুর কাজ হচ্ছে; কিন্তু সবকিছু হারিয়ে যাচ্ছে। উল্লেখ করার মতো কাজ খুব কম। টিভি অঙ্গনের সবাই খুব ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততার ফল দেখা যাচ্ছে না। ’
টিভি নাটক অঙ্গনের নিয়ম-নীতি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে মমর মনে। তার ভাষ্য, ‘অভিনয়, পরিচালনা, নাটক সম্প্রচার- সবকিছুতে একটা যুতসই নিয়ম-নীতি থাকা উচিত। সেটা হচ্ছে না বলে দিন গেলেই অস্থিরতা বাড়ছে। এই নিয়মি-নীতিটা কী তা চ্যানেল কর্তৃপক্ষ ভালো করেই জানেন। ’
ক্যারিয়ারের এ পর্যায়ে এসে মম কি তাহলে ক্লান্ত হয়ে পড়েছেন? তিনি বললেন, ‘এটা ক্লান্তি না। তবে মন খারাপ হয়। অনৈতিক অবস্থা দেখলে নিজের কাছেই খারাপ লাগে। ’
তবে মমর আশা, সবকিছু বদলাবে। পরিবর্তনটা এলে তার মতো অন্য সবাই মানসিক তৃপ্তি নিয়ে অভিনয় করতে পারবেন। গত বছরের জুলাইয়ে মম অভিনয় করেছিলেন শিহাব শাহীনের ‘নীলপরী নীলাঞ্জনা’ টেলিছবিতে। এটাই নাকি তার অভিনীত দর্শকপ্রিয় সর্বশেষ কাজ। ঘুরে-ফিরে দর্শক এর কথাই চলে আসে। এরপর বলার মতো উল্লেখযোগ্য কোনো কাজ হাতে আসেনি। তিনি বলছেন, ‘অথচ আমি কিন্তু প্রস্তুত। খুব করে চাই, পর্দায় আমাকে কেউ পুরোপুরি পাল্টে ফেলুক। পরিচালকরা যে চরিত্রের কথাই বলবে, আমি তৈরি। প্রতিনিয়ত নিজেকে ভাঙার চ্যালেঞ্জ নিতে চাই। কিন্তু কেউ চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে না। ’
চ্যালেঞ্জে জয়ী হতেই ‘প্রেম করবো তোমার সাথে’র মতো নাচে-গানে ভরপুর মসলাদার বাণিজ্যিক চলচ্চিত্রে নাম লিখিয়েছিলেন মম। চলচ্চিত্র শিল্প অনেক পেশাদার বলে মন্তব্য করলেন তিনি। সঙ্গে যোগ করে বলেছেন, ‘কিন্তু রুচির জায়গাটায় যদি খানিকটা পরিবর্তন আসতো!’
রকিবুল আলম রকিব পরিচালিত ‘প্রেম করবো তোমার সাথে’ মুক্তি পাওয়ার কথা ১৪ নভেম্বর। এতে তার সহশিল্পী আনিসুর রহমান মিলন ও জায়েদ খান। এরপর প্রেক্ষাগৃহে আসবে তার আরেক ছবি শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ (আরিফিন শুভ)।
বাংলাদেশ সময় : ১৬০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৪