বড় পর্দার তারকারা বিশেষ দিবসগুলোতে ছোটপর্দায় দেখা দেন। আর ঈদের অনুষ্ঠানে বিশেষ করে নাটকে তাদের চাহিদা ব্যাপক।
মৌসুমী
মৌসুমী মাঝে মধ্যে টিভি নাটকে অভিনয় করেন। এবারের ঈদ আয়োজনে তার অভিনীত একটি নাটকই প্রচার হবে- ‘মানি টকস’ [চ্যানেল নাইনে ঈদের দিন দুপুর ২টা ৩৫ মিনিটে]। এ ছাড়া আছে চলচ্চিত্র। চ্যানেল আইয়ে ‘এক কাপ চা’ [ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে ১০টা], আরটিভিতে ‘আমি জেল থেকে বলছি’ [ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ১৫ মিনিট], বৈশাখী টিভিতে ‘অন্তরে অন্তরে’ [ঈদের দিন সকাল ১০টা ৫০ মিনিট], জিটিভিতে ‘সাহেব নামে গোলাম’ [ঈদের দিন সকাল সাড়ে ১০টা]। এশিয়ান টিভিতে ‘ভন্ড প্রেমিক’ [ঈদের ষষ্ঠ দিন দুপুর ১২টা]।
রিয়াজ
মাঝখানে অনেকদিনই অভিনয়ে ছিলেন না রিয়াজ। বিরতি ভেঙেছিলেন ফের ছোটপর্দায় এসে। একসময়ের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এ অভিনেতা আগেও ছোটপর্দায় কাজ করতেন। তবে সেটা খুবই সীমিত। গত কয়েক ধরে ঈদে চ্যানেলগুলোর অনুষ্ঠান তালিকায় থাকছে রিয়াজের নাটক। এবারও থাকবে।
চ্যানেল আইয়ের ‘মেঘ রঙ ভালোবাসা’ [ঈদের তৃতীয় দিন বিকেল সাড়ে ৪টা], একুশে টিভির ‘আইসক্রীম ও অনুভূতি’ [ঈদের তৃতীয় দিন রাত ১০টায়], বাংলাভিশনের ‘ফুসমন্তর’ [ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ১০ মিনিট], দেশ টিভির ‘বিলম্বিত বিরহে’ [ঈদের তৃতীয় দিন রাত ৭টা ৪৫ মিনিট], ‘শিশির কনা’ [ঈদের তৃতীয় দিন রাত ১১টা ১৫], ‘রিভার্স সুইং’ [ঈদের পঞ্চম দিন রাত ১১টা ১৫], ‘রাত্রির খামোখা খেয়াল’ [ঈদের ষষ্ঠ দিন রাত ৮টা ১০], মাছরাঙার ‘তেল’ [ঈদের দিন রাত সাড়ে ১০টা], চ্যানেল নাইনের ‘আমাকে একটা গল্প দিবেন প্লিজ’ [ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৭টা] ও ‘বিবর্তন’ [ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টা ৩৫ মিনিট], এসএ টিভির ‘চন্দ্রবিন্দু’ [ঈদের তৃতীয় দিন বিকাল ৩টায়] নাটকগুলোতে অভিনয় করেছেন তিনি।
এ ছাড়া বিভিন্ন চ্যানেলে থাকছে রিয়াজ অভিনীত চলচ্চিত্র। এগুলো হলো বাংলাভিশনে ‘জীবনের চেয়ে দামী’ [ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১০ মিনিট], বৈশাখী টিভিতে ‘মন ছুঁয়েছে মন’ [ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ৫০ মিনিট], এনটিভিতে ‘লোভে পাপ পাপে মৃত্যু [ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ৫ মিনিট], একুশে টিভিতে ‘ছোট্ট একটু ভালোবাসা’ [ঈদের পঞ্চম দিন দুপুর সাড়ে ১২টা], আরটিভিতে ‘মনের মাঝে তুমি’ [ঈদের দিন ২টা ১৫ মিনিট], ‘সে আমার মন কেড়েছে’ [ঈদের পরদিন সকাল ১০টা ৪০ মিনিট], ‘কঠিন বাস্তব’ [ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ৪০ মিনিট] ও ‘মোল্লা বাড়ির বউ [ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ১৫ মিনিট], চ্যানেল নাইনে ‘তুমি আমার স্বামী’ [ঈদের চতুর্থদিন সকাল সাড়ে ১০টা] ও ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’ [ঈদের পঞ্চম দিন রাত ১১টা ৪৫ মিনিট], এসএ টিভিতে ‘জমিদার’ [ঈদের চতুর্থ দিন সকাল সাড়ে ১০টা] ও ‘মেঘের কোলে রোদ’ [ঈদের ষষ্ঠ দিন সকাল সাড়ে ১০টা], এশিয়ান টিভিতে ‘তুমি আমার স্বামী’ [ঈদের দিন সকাল ৯টা], ‘জমিদার’ [ঈদের পরদিন সকাল ৯টা] ও ‘বাধা’ [ঈদের চতুর্থ দিন সকাল ৯টা]।
শাকিব খান
প্রতি ঈদেই শাকিব খান ছোটপর্দায় হাজির হন। বিভিন্ন আড্ডার অনুষ্ঠানে ঈদ নিয়ে, ছবি নিয়ে কথা বলেন। এবারও আসছেন আরটিভির দু’টি অনুষ্ঠানে। প্রথমটি ‘ঈদ আনন্দ আড্ডা’ [ঈদের দিন রাত ৭টা ১০ মিনিট], দ্বিতীয়টিতে তার সঙ্গে আছেন ববি। প্রচার হবে ঈদের পঞ্চম দিন একই সময়ে। একই চ্যানেলে প্রচার হবে শাকিব অভিনীত পাঁচটি চলচ্চিত্র। ‘মা আমার স্বর্গ’ [ঈদের দিন সকাল ১০টা ৪০ মিনিট], ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ [ঈদের পরদিন দুপুর ২টা ১৫ মিনিট], ‘নাম্বার ওয়ান শাকিব খান’ [ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ১৫ মিনিট], ‘রঙিন রসের বাইদানী’ [ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ৪০ মিনিট] ও ‘ভালোবাসা দিবি কিনা বল’ [ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ৪০ মিনিট]।
এ ছাড়া এটিএন বাংলায় ‘জান আমার জান’ [ঈদের দিন সকাল সাড়ে ১০টা], ‘হায় প্রেম হায় ভালোবাসা’ [ঈদের পঞ্চম দিন সকাল সাড়ে ১০টা] ও ‘ডেয়ারিং লাভার’ [ঈদের ষষ্ঠ দিন সকাল সাড়ে ১০টা], এনটিভিতে ‘ফাঁদ’ [ঈদের দিন সকার ১০টা ৫ মিনিট], ‘আমার প্রাণের প্রিয়া’ [ঈদের পরদিন] ও ‘তোর কারণে বেঁচে আছি’ [ঈদের সপ্তম দিন], একুশে টিভিতে ‘তোমার জন্য মরতে পারি’ [ঈদের দিন দুপুর সাড়ে ১২টায়], ‘মনে প্রাণে আছো তুমি’ [ঈদের পরদিন একই সময়ে] ও ‘তুমি আমার প্রেম’ [ঈদের চতুর্থ দিন], বাংলাভিশনে ‘বলো না কবুল’ [ঈদের দিন সকাল ১০টা ১০ মিনিট] ও ‘যদি বউ সাজোগো’ [ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১০ মিনিট], মাছরাঙা টিভিতে ‘অন্তরে আছো তুমি [ঈদের পরদিন সকাল ১০টা ৪০ মিনিট], ‘প্রেমিক নাম্বার ওয়ান’ [ঈদের পঞ্চম দিন] ও ‘কোটি টাকার প্রেম’ [ঈদের ষষ্ঠ দিন], বৈশাখী টিভিতে ‘সন্তান আমার অহংকার’ [ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ৫০ মিনিট], ‘মা আমার স্বর্গ’ [ঈদের চতুর্থ দিন একই সময়ে], ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’ [ঈদের ষষ্ঠ দিন] ও ‘মন যেখানে হৃদয় সেখানে [ঈদের সপ্তম দিন], জিটিভিতে ‘সাহেব নামের গোলাম’ [ঈদের দিন সকাল সাড়ে ১০টা] ও ‘কাবিন নামা’ [ঈদের তৃতীয় দিন], চ্যানেল নাইনে ‘ঢাকার কিং’ [ঈদের দিন রাত ১১টা ৩৫ মিনিট], ‘মাটির ঠিকানা’ [ঈদের পরদিন সকাল সাড়ে ১০টা] ও ‘এইতো প্রেম’ [ঈদের পরদিন রাত ১১টা ৩৫ মিনিট], এসএ টিভিতে ‘দাদী মা’ [ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে ১০টা], ‘স্বামীর সংসার’ [ঈদের পঞ্চম দিন], ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’ ও [ঈদের দিন], এশিয়ান টিভিতে ‘স্বামীর সংসার’ [ঈদের দিন সকাল ৯টা], ‘বিয়ের প্রস্তাব’ [ঈদের দিন দুপুর ১২টা], ‘ভালোবাসার দুশমন’ [ঈদের পরদিন সকাল ৯টা]।
শাবনূর
শাবনূর চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন অনেকদিন হলো। ঈদে এখন আর সিনেমা হলে তার ছবি মুক্তি পায় না। কিন্তু প্রতি ঈদে টিভি চ্যানেলের অনুষ্ঠানে ঠিকই শাবনূরের ছবি থাকে। এবার আরটিভিতে ‘মোল্লা বাড়ির বউ’ [ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ১৫ মিনিট], বাংলাভিশনে ‘বউ শ্বাশুড়ির যুদ্ধ’ [ঈদের পরদিন সকাল ১০টা ১০ মিনিট], ‘স্বপ্নের ঠিকানা’ [ঈদের পঞ্চম দিন] ও ‘স্বামী স্ত্রীর ওয়াদা’ [ঈদের ষষ্ঠ দিন], বৈশাখী টিভিতে ‘মন ছুঁয়েছে মন’ [ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ৫০ মিনিট], চ্যানেল নাইনে ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’ [ঈদের ৫ম দিন রাত ১১টা ৪৫ মিনিট], এশিয়ান টিভিতে ‘তুমি আমার’ [ঈদের চতুর্থ দিন সকাল ৯টা], ‘ভালোবাসার দুশমন’ [ঈদের দ্বিতীয় দিন], ‘ফুলের মতো বউ’ [ঈদের পঞ্চম দিন দুপুর ১২টা] ও ‘জীবন সংসার’ [ঈদের সপ্তম দিন সকাল ৯টা]।
পপি
মাঝে মধ্যে পপি নাটকে অভিনয় করেন। ‘সোনা বন্ধু’ নামে নতুন একটি ছবির কাজ শুরু করেছেন বলে খবর। তার অভিনীত ‘মহাসংগ্রাম’ এশিয়ান টিভিতে ঈদের ষষ্ঠ দিন রাত ৯টায় এবং ‘মেঘের কোলে রোদ’ এসএ টিভিতে ঈদের ষষ্ঠ দিন সকাল সাড়ে ১০টায় প্রচার হবে।
পূর্ণিমা
অনেকদিন হলো পূর্ণিমার কোনো ছবি নেই। অভিনয় থেকে দূরে আছেন এখন। তবু টিভি খুললেই তাকে দেখা যায় এখনও। এবার ঈদেও তার অভিনীত বেশকিছু চলচ্চিত্র প্রচার হবে বিভিন্ন চ্যানেলে।
এনটিভিতে ‘লোভে পাপ পাপে মৃত্যু’ [ঈদের ষষ্ঠ দিন রাত ১০টা ৫ মিনিট], একুশে টিভিতে ‘ছোট্ট একটু ভালোবাসা’ [ঈদের ৫ম দিন দুপুর সাড়ে ১২টায়], আরটিভিতে ‘মা আমার স্বর্গ’ [ঈদের দিন সকাল ১০টা ৪০ মিনিট], ‘মনের মাঝে তুমি’ [ঈদের দিন দুপুর ২টা ১৫ মিনিট] ও ‘বাবা’ [ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ৪০ মিনিট], বাংলাভিশনে ‘জীবনের চেয়ে দামী’ [ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১০ মিনিট], বৈশাখী টিভিতে ‘মা আমার স্বর্গ’ [ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ৫০ মিনিট], চ্যানেল নাইনে ‘মনের সাথে যুদ্ধ’ [ঈদের দিন সকাল সাড়ে ১০টা], মাটির ঠিকানা [ঈদের পরদিন একই সময়], ‘তুমি আমার স্বামী’ [ঈদের চতুর্থ দিন] ও ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’ [ঈদের পঞ্চম দিন রাত ১১টা ৪৫ মিনিট], এসএ টিভিতে ‘পিতা মাতার আমানত’ [ঈদের দিন সকাল সাড়ে ১০টা] ও ‘জমিদার’ [ঈদের চতুর্থ দিন সকাল সাড়ে ১০টা], এশিয়ান টিভিতে ‘বিয়ের প্রস্তাব’ [ঈদের দিন দুপুর ১২টা] ও ‘জমিদার’ [ঈদের তৃতীয় দিন রাত ৯টা]। এ ছাড়া বাংলাভিশনের ‘কথোপকথনে দুই তারকা’ অনুষ্ঠানে দেখা যাবে পূর্ণিমাকে। এতে থাকবেন ফেরদৌসও। প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৪০ মিনিটে।
ওমর সানি
ওমর সানিকে টিভি নাটকে দেখা যায় না বললেই চলে। চ্যানেল আইয়ের ‘ডেস্টিনেশন’ টেলিছবিতে বডিগার্ডের চরিত্র নিয়ে হাজির হচ্ছেন তিনি। এটি পরিচালনা করেছেন তারই পুত্রসন্তান ফারদিন এহসান স্বাধীন। প্রচার হবে ঈদের পঞ্চম দিন বিকেল ৪টা ১০ মিনিটে।
ওমর সানি হাজির হচ্ছেন উপস্থাপক হিসেবেও। তিনি সবজান্তা শমসের। একা হাতেই চালাবেন গেম শো। বিভিন্ন অঙ্গনের তারকারা তার অতিথি। অনুষ্ঠানের নাম ‘সবজান্তা শমসের’। ঈদের চতুর্থ দিন রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।
নিপুণ
টিভি নাটকে নিপুণ প্রায় নিয়মিতই অভিনয় করছেন। তবে নির্দিষ্ট কয়েকজন পরিচালকের কাজেই ছোটপর্দায় দেখা যায় তাকে। এবার ঈদেও কয়েকটি নাটকে দেখা যাবে তাকে। এশিয়ান টিভিতে সাত পর্বের ধারাবাহিক ‘কোনো ব্যাপার না’ [প্রতিদিন রাত ১০টা ২০ মিনিটে], আরটিভির ছয় পর্বের ধারাবাহিক ‘ফরমাল ইন অ্যাকশন’ [প্রতিদিন রাত ১১টা ৫ মিনিটে] ও ‘লটারি’ [ঈদের চতুর্থ দিন রাত ৯টা ২০ মিনিটে]। বাংলাভিশনে ‘তাজমহল’ (ঈদের দিন ২টা ১০)। এ ছাড়া চ্যানেল নাইনে ঈদের দিন রাত ১১টা ৩৫ মিনিটে প্রচার হবে তার অভিনীত ছবি ‘ঢাকার কিং’।
রোজিনা
চিত্রনায়িকা রোজিনা সোনালি যুগে তার অভিনীত চলচ্চিত্রের গান নিয়ে নির্মাণ করেছেন ‘তুমি আমার কত চেনা’। সাদাকালো যুগের পাঁচটি ছবি থেকে নেওয়া ছয়টি গানের মধ্যে রয়েছে- ‘মানসী’ ছবির ‘এই মন তোমাকে দিলাম’, ‘রাজা সাহেব’ ছবির ‘ঢাকো যত না নয়নে দু‘হাতে বাদল মেঘ ঘুমাতে দেবে না’, ‘দোলনা’ ছবির ‘তুমি আমার কত চেনা’, ‘পুনর্মিলন’ ছবির ‘এই পৃথিবীর সবকিছু হয়তো একদিন হারিয়ে যাবে’ ও ‘এক নীড়ে দুটি পাখি’ এবং ‘অবিচার’ ছবির ‘ছেড়ো না ছেড়ো না হাত, দেব না দেব না গো যেতে থাকো আমার কাছে’।
গানগুলোতে সোনালি যুগে রোজিনার নায়ক ছিলেন ওয়াসিম, আলমগীর, ফারুক ও ভারতের মিঠুন চক্রবর্তী। এ যুগে তার নায়ক হয়েছেন ওমর সানি, অমিত হাসান ও জায়েদ খান। মোহাম্মদ আওলাদ হোসেনের গ্রন্থনায় অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেছেন রোজিনা। নতুনরূপে চিত্রায়িত গানগুলোর চিত্রগ্রহণ করেছেন মকবুল হোসেনম নৃত্য পরিচালনায় আজীজ রেজা। প্রচার হবে চ্যানেল আইয়ে ঈদের পঞ্চম দিন দুপুর ১টা ৩০ মিনিটে।
উপস্থাপক ফেরদৌস
রূপালি পর্দার অন্তরালে যারা কাজ করেন তাদের সঙ্গে আড্ডা দিয়েছেন ফেরদৌস। চিত্রগ্রাহক মাহফুজুর রহমান, রূপসজ্জাকর ফারুক, অ্যাকশন ডিরেক্টর আরমান ও নৃত্য পরিচালক ইমদাদুল হক খোকন- এই চারজন অতিথি হয়ে এসেছেন ‘অন্তরালে’ নামের অনুষ্ঠানে। ফেরদৌস অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন। মাছরাঙা টেলিভিশনে ঈদের পঞ্চম দিন বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রচার হবে এটি।
এছাড়া ক’দিন আগে রাঙামাটি ঘুরে এলেন ফেরদৌস ও মৌসুমী। পাহাড়ি কন্যা রাঙামাটির মনোরম স্থানে মৌসুমী আর ফেরদৌস কাটিয়েছিলেন পুরো একটি দিন। চলচ্চিত্র গ্রাহক জেড এইচ মিন্টুর ক্যামেরায় তারা কথা বলেছেন চলার পথের বিভিন্ন ঘটনা, জুটিপ্রথা, সিনেমা জগত আর স্মৃতিজাগানিয়া বিষয় নিয়ে। অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে প্রচার হবে ঈদের তৃতীয়দিন রাত ১২টায়।
বাংলাদেশ সময় : ১৯১৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
জেএইচ