ছবি হলো স্মৃতির সঙ্গে যোগাযোগের সেতু। সেই সঙ্গে ফেলে আসা দিনকে ধরে রাখার বড় আশ্রয়।
এবারের ঈদে বেশকিছু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন আফরান নিশো। ছোটপর্দায় তিনি এখন নির্মাতাদের অন্যতম ভরসা। সুদর্শন মুখ আর সুঅভিনয় গুণে সমসাময়িকদের চেয়ে অনেক এগিয়ে আছে তার অবস্থান। ভক্তের সংখ্যাও তাই বেশি।
এই নিশোও অন্য অনেকের মতো একসময় ছোট ছিলেন। ডাঙগুলি খেলেছেন। দাপিয়ে বেড়িয়েছেন মাঠ-ঘাট। পথে-প্রান্তরে ধূলোতে পা মাড়িয়েছেন। কখনও কখনও দুরন্তপনায় গায়ে লেগেছে বালি! তার শৈশব কেটেছে গ্রামের বাড়ি টাঙ্গাইলে। ওপরের ছবিটি সেখানেই তোলা। তখন তার বয়স পাঁচ বছর। স্মৃতির রোমন্থনে সোনালি ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
জেএইচ
তারার ফুল
পুরানো সেই দিনের কথা
আফরান নিশোর বয়স যখন ছিলো ৫ বছর
স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।