২০১৫ সালে এখন পর্যন্ত মুক্তি পেয়েছে মোট ৫৮টি ছবি। বছর শেষ হওয়ার আগে আরও তিন-চারটি মুক্তি পাওয়ার কথা।
ভারত তথা কলকাতার নায়কদের কারণে দেশি নায়করা কোনঠাসা হয়ে পড়েছেন- ২০১৫ সালে এমন মন্তব্য লক্ষ্য করা গেছে বিভিন্ন চলচ্চিত্র সমালোচনা, ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও আড্ডায়। এ বছর হিন্দি ভাষা ও কলকাতার বেশকিছু ছবি মুক্তি দেওয়া হয়েছে দেশের প্রেক্ষাগৃহে। বছরজুড়ে সিনেমার পর্দা, গণমাধ্যম ও শুটিংয়ে ভারতীয় শিল্পীদের আনাগোনা ছিলো একটু বেশিই। এ বছর যৌথ প্রযোজনার কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এর বেশিরভাগের নায়ক কলকাতার। এ কারণে অনেকে প্রশ্ন তুলেছেন, আমাদের নায়করা কী তাহলে যোগ্য নন?
অঙ্কুশ
২০১৫ সালে মুক্তির দিক দিয়ে তৃতীয় ছবি ‘রোমিও বনাম জুলিয়েট’। যৌথ প্রযোজনার এ ছবির নায়ক ওপার বাংলার অংকুশ। তার সঙ্গে নায়িকা হিসেবে ছিলেন মাহিয়া মাহি। অনেকে বলাবলি করেছেন যে, এ দেশে অঙ্কুশের দর্শক নেই। মাহির টানেই দর্শক প্রেক্ষাগৃহে গেছেন। ছবিটি মোটামুটি দর্শক দেখেছে।
এদিকে যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মডেল-উপস্থাপিকা নুসরাত ফারিয়ার। এতেও নায়ক ছিলেন অঙ্কুশ। কলকাতার এই তরুণকে এর আগে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে দেখা গিয়েছিলো। ‘আশিকী’র দর্শক ভালোই ছিলো।
সালমান খান
এ বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় হিন্দি ছবি ‘ওয়ান্টেড’। বলিউড সুপারস্টার সালমান খানের পুরনো ছবিটি তেমন চলেনি। ঢাকা ও ঢাকার বাইরে হাতেগোনা কয়েকটি প্রেক্ষাগৃহে চলেছে এটি। ভারতের সঙ্গে ছবি বিনিময়ের চুক্তির আওতায় আনা হয়েছিলো এটি।
দেব
ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব। তিনি ঢাকায় ঢুকেছিলেন ‘খোকা ৪২০’ ছবি নিয়ে। সালমানের মতো তিনিও মুখ থুবড়ে পড়েন। আগের সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ‘ছুঁয়ে দিলে মন’-এর আরিফিন শুভর দাপটে টিকতে পারেননি দেব! তার ছবিটি নামমাত্র হলে মুক্তি পেয়েছিলো। কয়েক মাস পর দেবের আরেকটি ছবি মুক্তি পায়। এর নাম ‘খোকা বাবু’। এর ফলও বিশেষ ভালো নয়।
ওম
মাহির ‘অগ্নি-২’ ছবিতে ছিলেন কলকাতার নবাগত নায়ক ওম। এ দেশে হাতেগোনা দর্শকও নেই তার। যৌথ প্রযোজনার এ ছবিটি দেশের সর্বাধিক হলে মুক্তি পেয়েছিলো। বরাবরের মতো দর্শক প্রেক্ষাগৃহে গেছেন মাহির টানে।
সোহম
সোহম বাংলাদেশে ঢুকলেন বিদ্যা সিনহা মিমের হাত ধরে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাদের ‘ব্ল্যাক’। অভিযোগ উঠেছে, যৌথ প্রযোজনার ছবিটিতে মিমের অভিনয় করার তেমন সুযোগই ছিলো না। নায়ককেন্দ্রিক ‘ব্ল্যাক’ ছিলো সোহমের দখলে।
এ তো গেলো মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায় ভারতীয় নায়কদের উপস্থিতি। এ ছাড়া বছরজুড়ে প্রতিবেশী দেশের একাধিক নায়কের পদচারণা ছিলো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। তাদের অনেকেই এসেছিলেন শুটিংয়ের খাতিরে, আলোচনায় যোগ দিতে কিংবা পারফর্ম করতে। ইন্দ্রনীল সেনগুপ্ত এসেছিলেন ‘সম্রাট’ ছবির কাজে। পরমব্রত চট্টোপাধ্যায় করেছেন ‘ভয়ংকর সুন্দর’-এর শুটিং। এ ছাড়া ওম ঘুরে গেলেন ‘অঙ্গার’ ছবির কাজ শেষ করে।
বুধবার (৯ ডিসেম্বর) বাংলানিউজের বিনোদনে পড়ুন :
• চলচ্চিত্র সালতামামি ২০১৫ (৯) : প্লেব্যাকে ভরাডুবি!
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘন্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসও/জেএইচ
** মৌসুমীর একঝলক, চার নায়িকার সম্ভাবনা
** এক ছবিতেই বাজিমাত!
** ৫ নায়িকার মন্দের ভালো
** পাঁচ নায়কের মন্দের ভালো
** সংখ্যা-সাফল্যে এগিয়ে শাকিব, কিন্তু…
** শাকিবময় অপু, বাঁকবদলে মাহি, সংখ্যায় এগিয়ে পরী
** শুভর শুভ, আলোচনায় ইমন
তারার ফুল
দেশীয় চলচ্চিত্র সালতামামি ২০১৫ (৮)
বছরজুড়ে ভারতীয় নায়কদের দাপট
সোমেশ্বর অলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।