গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৩তম আসরের লালগালিচায় বাহারি আর দামি দামি পোশাক পরে হাজির হয়েছেন বিশ্বের বাঘা বাঘা অভিনেত্রী ও গায়িকারা। তবে অনেকেই পোশাকে মন কাড়তে পারেননি।

* সেন্ট লঁরার সাদা রঙা গাউনে মার্কিন অভিনেত্রী জেন ফন্ডা।

* প্রাডার তৈরি পোশাকে মার্কিন গায়িকা কেটি পেরি।

* মাইকেল কোরসের পোশাকে মার্কিন অভিনেত্রী কেট হাডসন।

* জর্জেস হোবেইকার পিঠ খোলা গাউনে মার্কিন অভিনেত্রী ইভা লঙ্গেরিয়া।

* জেনি প্যাকহ্যামের নীল রঙা গাউনে মার্কিন অভিনেত্রী ব্রাইস ডালাস হাওয়ার্ড।

* অস্কারজয়ী অভিনেত্রী প্যাট্রিসিয়া আর্কেট।

* ক্রাইকর জ্যাবোটিয়ানের সোনালি রঙা গাউনে অভিনেত্রী রেজিনা কিং।

* জেনি প্যাকহ্যামের হলুদ রঙা গাউনে অভিনেত্রী আমেরিকা ফেরেরা।

* জে ম্যানডেলের গাউনে অভিনেত্রী নাটালি ডরমার।

* ভ্যালেন্টিনোর কালো রঙা গাউনে অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
বিএসকে/জেএইচ