৪১ বছরে পা রাখলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। ১৯৭৬ সালের ৫ ফেব্রুয়ারি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও অভিনেত্রী জয়া বচ্চনের ঘর আলোকিত করে এসেছিলেন তিনি।
বলিউডের এই অভিনেতার আসল পদবি হলো শ্রীবাস্তব। কিন্তু তার দাদা হরিবংশ রাই নামের শেষে বচ্চন ব্যবহার করায় এটি তাদের পদবি হয়ে যায়।
আলোচিত চলচ্চিত্র
২০০০ সালে ‘রিফিউজি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন অভিষেক। এরপর ‘গুরু’, ‘ধুম টু’, ‘ধুম থ্রি’, ‘পা’, ‘কাভি আলবিদা না কেহনা’, ‘ইউভা’, ‘দোস্তানার’র মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন দর্শকদের। শুধু অভিনয় নয়, এর পাশাপাশি প্রযোজক ও গায়কের খাতায়ও নাম লিখেয়েছেন তিনি।
পুরস্কার
‘ইউভা’, ‘সরকার’ ও ‘কাভি আলবিদা না কেহনা’ ছবিতে অভিনয়ের সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন তিনি।
উল্লেখযোগ্য ঘটনা
ব্যক্তিজীবনে বাবা অমিতাভ বচ্চনের ৬০তম জন্মদিনে কারিশমা কাপুরের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছিলেন অভিষেক। কিন্তু ২০০৩ সালে তা ভেঙে যায়। এরপর তিন বছর মন দেওয়া-নেওয়ার পর প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে ২০০৭ সালের বিয়ে বন্ধনে আবদ্ধ হন অভিষেক। তাদের ঘরে আরাধ্য নামে একটি কন্যা সন্তান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
বিএসকে/এসও