ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

তারার ফুল

সেরা আবেদনময়ী প্রিয়াঙ্কা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
সেরা আবেদনময়ী প্রিয়াঙ্কা প্রিয়াংকা চোপড়া

পঞ্চমবারের মতো সেরা আবেদনময়ী নারী হয়েছেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়া। তালিকায় দ্বিতীয় স্থানে ভারতের টেলিভিশন তারকা নিয়া শর্মা। তৃতীয় স্থানে বলিউডের ‘ককটেল’খ্যাত নায়িকা দীপিকা পাড়ুকোন। চারে ‘হাইওয়ে’ কন্যা আলিয়া ভাট। পাঁচে ‘রইস’খ্যাত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।

এশিয়ার ৫০ জন সেরা আবেদনময় নারীর তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ইস্টার্ন আই। আবেদনময় নারীর তালিকায় প্রথম খেতাব জিতলেন প্রিয়াংকা চোপড়া।

খবরটি শুনে প্রিয়াংকা চোপড়া বলেন, ‘আ‌সলে বিজয়ের এ রকম কৃতিত্ব আমি নিতে চাই না। এর সব কৃতিত্ব আমার শারীরিক গঠন ও আপনাদের দৃষ্টিভঙ্গির। আমি কৃতজ্ঞ, সম্মানিত। কেননা, ধারাবাহিক সাফল্য থেকে প্রেরণা পাওয়া যায়। ’

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ