ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

রোহিঙ্গাদের নিয়ে জেফারের “রোহিঙ্গা’স ক্রাই” (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
রোহিঙ্গাদের নিয়ে জেফারের “রোহিঙ্গা’স ক্রাই” (ভিডিও) জেফার রহমান (ছবি: সংগৃহীত)

মিয়ানমারের নির্যাতিত জনগোষ্ঠী রোহিঙ্গাদের নিয়ে “রোহিঙ্গা’স ক্রাই” শিরোনামে একটি গান গেয়েছেন সংগীতশিল্পী জেফার রহমান। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত ৯ ডিসেম্বর জেফার রহমানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটির ভিডিও।

“রোহিঙ্গা’স ক্রাই”  শিরোনামের গানটি লিখেছেন সামির হাফিজ। এর সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিন শাহরিয়ার এবং সামির হাফিজ।

স্টার সিনেপ্লেক্সের প্রযোজনায় নির্মিত হয়েছে এর মিউজিক ভিডিও।

গানটি প্রসঙ্গে জেফার বলেন, নির্যাতিত জনগোষ্ঠী রোহিঙ্গাদের নিয়ে এই গান মানবিক বোধের জায়গা থেকে করা হয়েছে। শিল্পী হিসেবে এটি তার দায়বদ্ধতা বলে মনে করেন তিনি।

গানটির মিউজিক ভিডিও প্রযোজনাকারী প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, ‘অমানবিক নির্যাতনের শিকার রোহিঙ্গাদের জন্য মানুষ হিসেবে আমাদের অনেক দায় রয়েছে। শিল্পীর জায়গা থেকে জেফার রহমানের প্রয়াসটিকে পৃষ্ঠপোষকতা করেছি। আশা করি মিউজিক ভিডিওটি সকলের ভালো লাগবে। ’

“রোহিঙ্গা’স ক্রাই” গানের (ভিডিও)

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ