ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

তারার ফুল

ঈদে উপহার পেতে খুব ভালো লাগে: এস আই টুটুল

ওমর ফারুক, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুন ৭, ২০১৯
ঈদে উপহার পেতে খুব ভালো লাগে: এস আই টুটুল এস আই টুটুল/ ছবি: সংগ্রহীত

বছর দেড়েক সময়েরও বেশি সময় ধরে গান থেকে দূরে ছিলেন সঙ্গীতশিল্পী এস আই টুটুল। সম্প্রতি আবার গানে মনোনিবেশ করেছেন তিনি। ঈদে প্রকাশ পেয়েছে তার দু’টি গান।

নিজের ব্যস্ততা, বিশ্বকাপ ক্রিকেট, টিভি অনুষ্ঠান ও সমসাময়িক নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন বাংলানিউজের সঙ্গে।  

বাংলানিউজ: ঈদ উপলক্ষে আপনার নতুন কী কী কোনও গান প্রকাশ পেলো?
টুটুল:
দুটি ইসলামিক গান প্রকাশ করেছি।

গান দুটি হচ্ছে- ‘মোনাজাত’ ও ‘লা ইলাহা ইল্লাল্লাহু’। গান দু’টির লিরিক্যাল ভিডিও আমাদের ধ্রুব ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি।

বাংলানিউজ: এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে সবাই ভালো কিছুর প্রত্যাশা করছেন। আপনার প্রত্যাশা কী?
টুটুল:
আমি মনে-প্রাণ চাই, বাংলাদেশ এবারের বিশ্বকাপ জিতুক। সেই সম্ভাবনা আমাদের আছে। সাকিব, মাশরাফিদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক অনেক ভালো। তারা আমার ভাই। বাংলাদেশ আমার মা। মায়ের জন্য ভাইয়েরা লড়াই করে আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করুক, এটাই চাই। প্রিয় বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা-দোয়া।

বাংলানিউজ: ব্যস্ততার মাঝে ঈদের কোন বিষয়টি খুব ভালো লাগে?
টুটুল:
উপহার পেতে খুব ভালো লাগে। এই ঈদে বউ পাঞ্জাবি উপহার দিয়েছে। আমি তাকে শাড়ি দিয়েছি। এছাড়া সন্তানদের নতুন জামা-কাপড় উপহার দেওয়ার মধ্যে অন্যরকম একটা ভালোলাগা তো থাকেই।

বাংলানিউজ: ঈদ আয়োজনে কোনও টিভি চ্যানেলে গান করছেন কি?
টুটুল:
দেশ টিভিতে তিন ঘণ্টার একটা লাইভ অনুষ্ঠানে গান করছি, ঈদের দিন রাত ১০টা থেকে ১টা পর্যন্ত।

বাংলানিউজ: ঈদ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে আপনার কাছ থেকে একটি সচেতনতামূলক বার্তা শুনতে চাই...
টুটুল:
আমার একটি বিশেষ অনুরোধ- যারা মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের উদ্দেশ্যে। অনেক কিশোর-যুবক আছেন, যারা অন্যদের কাছে স্মার্ট হওয়ার জন্য অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল চালান। হেলে-দোলে চালান। বেপরোয়াভাবে চালান। ঈদের সময় ব্যাপারগুলো তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা যায়। এর ফলে অনেকে প্রাণ হারায়। আনন্দের দিনে মা-বাবার বুক খালি হয়। স্ত্রী স্বামী হারা হয়। বোন ভাই হারা হয়। এই ব্যাপারটা আমাকে খুব হতাশ করে। এ বিষয়ে যেনো আমরা সচেতন হই। আর কাউকে যেনো কোনও দুর্ঘটনার কবলে পরতে না হয়, সেই দোয়াই করি। সবার ঈদ বরকতময় হোক।

বাংলানিউজ: সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
টুটুল:
আপনাকেও ধন্যবাদ।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুন ০৭, ২০১৯
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ