ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

শারাপোভার পর নিষিদ্ধ আরও চার অ্যাথলেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
শারাপোভার পর নিষিদ্ধ আরও চার অ্যাথলেট

ঢাকা: নিষিদ্ধ ড্রাগ মেলডোনিয়ামের জন্য শুধু মারিয়া শারাপোভার টেনিস জীবনই অনিশ্চিত হয়ে পড়েনি। এরপর রাশিয়ার আরও চারজন অ্যাথলেট মেলডোনিয়াম নেওয়ার অভিযোগে ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে নির্বাসিত হওয়ার পথে।

এবারই প্রথম রাশিয়ান অ্যাথলেটিক্সে মেলডোনিয়াম নিয়ে ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছে।

অ্যাথলেটিক্স ফেডারেশন যদিও চারজনের নাম এখন পর্যন্ত প্রকাশ করেনি। তবে রাশিয়ার সংবাদসংস্থা জানিয়েছে, চারজন অ্যাথলেটই গতমাসে দেশের ইন্ডোর চ্যাম্পিয়নশিপের পর ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকেই মেলডোনিয়াম নিষিদ্ধ করে দেয় বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা)। রাশিয়ার জাতীয় অ্যাথলেটিক্স সংস্থাও নির্বাসিত হয়ে আছে দেশজুড়ে অ্যাথলেটদের ডোপিংয়ে প্রশ্রয় দেওয়ার জন্য। এ কারণে আগামী আগস্টে রিও অলিম্পিকেও অনিশ্চিত হয়ে পড়েছে রুশ অ্যাথলেটদের অংশ নেওয়ার বিষয়টি।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ