ঢাকা: নিষিদ্ধ ড্রাগ মেলডোনিয়ামের জন্য শুধু মারিয়া শারাপোভার টেনিস জীবনই অনিশ্চিত হয়ে পড়েনি। এরপর রাশিয়ার আরও চারজন অ্যাথলেট মেলডোনিয়াম নেওয়ার অভিযোগে ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে নির্বাসিত হওয়ার পথে।
অ্যাথলেটিক্স ফেডারেশন যদিও চারজনের নাম এখন পর্যন্ত প্রকাশ করেনি। তবে রাশিয়ার সংবাদসংস্থা জানিয়েছে, চারজন অ্যাথলেটই গতমাসে দেশের ইন্ডোর চ্যাম্পিয়নশিপের পর ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকেই মেলডোনিয়াম নিষিদ্ধ করে দেয় বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা)। রাশিয়ার জাতীয় অ্যাথলেটিক্স সংস্থাও নির্বাসিত হয়ে আছে দেশজুড়ে অ্যাথলেটদের ডোপিংয়ে প্রশ্রয় দেওয়ার জন্য। এ কারণে আগামী আগস্টে রিও অলিম্পিকেও অনিশ্চিত হয়ে পড়েছে রুশ অ্যাথলেটদের অংশ নেওয়ার বিষয়টি।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৬
এমএমএস