ঢাকা: প্রত্যাশিত জয়ে মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জোকোভিচ। সেমি নিশ্চিতের ম্যাচে টমাস বার্ডিচের মুখোমুখি হবেন সার্বিয়ান টেনিস তারকা।
বুধবার (৩০ মার্চ) ফ্লোরিডার ক্র্যান্ডন পার্ক টেনিস সেন্টারে সরাসরি সেট ৬-৩, ৬-৪ গেমে জিতে শেষ আটে পা রাখেন জোকোভিচ। ম্যাচের ব্যাপ্তি এক ঘণ্টা পঞ্চাশ মিনিট। বিশ্বসেরার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাটা মন্দ করেননি উদীয়মান ডমিনিক থিয়েম।
অস্ট্রিয়ার ২২ বছর বয়সী এ টেনিস সেনসেশন ওয়ার্ল্ড র্যাংকিংয়ের শীর্ষ ২০ জনের মধ্যে সর্বকনিষ্ঠ খেলোয়াড়। অবস্থান ১৪তম।
এবার সেমিতে উঠার লক্ষ্যে জোকোভিচের সামনে চেক রিপাবলিক তারকা বার্ডিচ চ্যালেঞ্জ। ফ্রান্সের রিচার্ড গাসকুয়েটকে ৬-৪, ৩-৬, ৭-৫ গেমে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেন বার্ডিচ।
বার্ডিচ বাধা পেরোতে পারলে শেষ চারে বেলজিয়ান ডেভিড গোফিন বা ফ্রান্সের গিলেস সিমনের বিপক্ষে কোর্টে নামবেন জোকোভিচ। শেষ আটের অপর দুই ম্যাচে কানাডিয়ান মিলোস রাওনিকের বিপক্ষে অস্ট্রেলিয়ান নিক কিরজিওস ও জাপানিজ কেই নিশিকোরির মুখোমুখি হবেন সিমনের স্বদেশী গায়েল মনফ্লিস।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আরএম