ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

৫০তম শিরোপার দৌড়ে ছিটকে গেলেন ভেনাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
৫০তম শিরোপার দৌড়ে ছিটকে গেলেন ভেনাস ছবি: সংগৃহীত

ঢাকা: নারীদের টেনিস ইভেন্ট ভলভো কার ওপেনের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামস। সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ানের সামনে ছিল ক্যারিয়ারের ৫০তম ডব্লিউটিএ’র (ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন) শিরোপা জেতার হাতছানি।

কিন্তু, অখ্যাত খেলোয়াড়ের কাছে হেরে ভক্ত-সমর্থকদের হতাশাই উপহার দেন মার্কিন টেনিস কন্যা।

 

যুক্তরাষ্ট্রের চার্লসটনে ইউলিয়া পুতিন্টসেভার কাছে ৭-৬ (৭-৫), ২-৬, ৬-৪ গেমে হেরে যান ভেনাস। মাইলফলকের ম্যাচে ২১ বছর বয়সী কাজাখাস্তান তরুণীর কাছে যে এভাবে আত্মসমর্থন করতে হবে তা বোধ হয় কল্পনাও করেননি সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

 

এদিকে, স্লোভাকিয়ান ক্রিস্টিনা কুকোভাকে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন বছরের প্রথম গ্র্যান্ড স্লাম (অস্ট্রেলিয়ান ওপেন) জয়ী অ্যাঞ্জেলিক কেরবার। শেষ আটে রোমানিয়ার ইরিনা ক্যামেলিয়া বেগুর বিপক্ষে কোর্টে নামবেন বর্তমান ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ের দুইয়ে থাকা এ জার্মান টেনিস তারকা।

ভেনাস উইলিয়ামসকে দুঃস্বপ্ন উপহার দেওয়া পুতিন্টসেভার প্রতিপক্ষ ইতালির সারা ইরানি। কোয়ার্টারের বাকি দুই ম্যাচে রাশিয়ান ডারিয়া কাসাতকিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের স্লোয়েন স্টিফেন্স ও আরেক রাশিয়ান ইলেনা ভেসনিনার মুখোমুখি হবেন কেরবারের স্বদেশী লরা সিগেমান্ড।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ