ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

টেনিস

ফাইনাল নিশ্চিত করলেন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, এপ্রিল ২৪, ২০১৬
ফাইনাল নিশ্চিত করলেন নাদাল ছবি:সংগৃহীত

ঢাকা: বার্সেলোনা ওপেনের ফাইনাল নিশ্চিত করলেন রাফায়েল নাদাল। সেমিফাইনালে টেনিস বিশ্বের সাবেক নাম্বার ওয়ান এ তারকা হারান জার্মানের ফিলিপ কোহলেস্চএইবারকে।

নাদালর এবার বার্সেলোনা ওপেনের নবম ফাইনালে পা দিলেন।

শেষ চারের লড়াইয়ে বর্তমানে পাঁচ নম্বর তারকা নাদাল জয় পান ৬-৩ ও ৬-৩ সেটে। শিরোপা নির্ধারণী ম্যাচে স্প্যানিশ তারকা লড়বেন জাপানের কেই নিশিকোরির বিপক্ষে।

নিশিকোরি সেমিফাইনালের অন্য লড়াইয়ে ফ্রান্সের বেনোইত পেইরের বিপক্ষে ৬-৩ ও ৬-২ সেটে জিতে ফাইনাল নিশ্চিত করেন।

এবারের ফাইনাল জিততে পারলে দুটি রেকর্ড গড়বেন নাদাল। প্রথমমত নবমবারের মতো শিরোপা উৎসব করবেন। আর আর্জোন্টাইন সাবেক তারকা গুলেরমো ভিলাসের সঙ্গে যৌথভাবে ৪৯তম ক্লে কোর্ট শিরোপা জিতবেন।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ