ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

মাদ্রিদ ওপেনের শেষ চারে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, মে ৭, ২০১৬
মাদ্রিদ ওপেনের শেষ চারে জোকোভিচ ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি বছরে পঞ্চম শিরোপা জেতার দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। কানাডিয়ান মিলোস রাউনিককে হারিয়ে মাদ্রিদ ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

স্পেনের মাদ্রিদে রাউনিকের বিপক্ষে সরাসরি সেট ৬-৩, ৬-৪ গেমে জিতে শেষ আটের বাধা অতিক্রম করেন জোকোভিচ। ম্যাচের ব্যাপ্তি ছিল এক ঘণ্টা ৪৫ মিনিট।

ফাইনালে উঠার লড়াইয়ে জাপানিজ কেই নিশিকোরির মুখোমুখি হবেন জোকোভিচ। যিনি অস্ট্রেলিয়ার নিক কিরগিওসকে ৬-৭ (৬-৮), ৭-৬, ৬-৩ গেমে হারিয়ে শেষ চারে পা রাখেন।

চলতি বছর দুর্দান্ত ফর্মে থাকা জোকোভিচ ইতোমধ্যেই চারটি শিরোপায় চুমু খেয়েছেন। কাতার ওপেন দিয়ে ২০১৬ সাল শুরু। এরপর ষষ্ঠবারের মতো বছরের প্রথম গ্র্যান্ড স্লাম ইভেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন তকমা গায়ে লাগান। চোখের ইনফেকশনের কারণে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেও দ্রুত সেরে ওঠে ইন্ডিয়ান্স ওয়েলস মাস্টার্স ও মিয়ামি ওপেনে ব্যাক টু ব্যাক শিরোপা উল্লাসে মাতেন সার্বিয়ান টেনিস তারকা।

চলতি মাসেই ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্ট ‍শুরু হবে। ক্লে-কোর্টের (লাল মাটির কোর্ট) এই গ্র্যান্ড স্লাম ইভেন্টটিই এখনো জোকোভিচের কাছে অধরা। তিন তিনবার ফাইনাল (২০১২, ২০১৪, ২০১৫) খেলেও স্বপ্নভঙ্গের হতাশায় ডোবেন ১১ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, মে ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ