ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

মাদ্রিদ ওপেনের শিরোপা লড়াইয়ে মারে-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মে ৮, ২০১৬
মাদ্রিদ ওপেনের শিরোপা লড়াইয়ে মারে-জোকোভিচ নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে/ছবি: সংগৃহীত

ঢাকা: ক্লে-কোর্টের (লাল মাটির কোর্ট) রাজা রাফায়েল নাদালকে হারিয়ে মাদ্রিদ ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন অ্যান্ডি মারে। এ আসরে টানা দু’বার শিরোপা জেতার মিশনে ব্রিটিশ তারকাকে লড়তে হবে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জোকোভিচের বিপক্ষে।

গত আসরে লড়েছিলেন ফাইনালে। কিন্তু এবার সেমিতেই একে অপরের মুখোমুখি হন মারে-নাদাল। স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে স্প্যানিশ আইকনকে সরাসরি সেট ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে দেন মারে।

এর আগে শেষ চারের অপর ম্যাচে জাপানের কেই নিশিকোরিকেও সরাসরি সেটে হারান জোকোভিচ। প্রথম সেটটি ৬-৩ গেমে জিতলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় সেটটি টাইব্রেকারে ৭-৬ (৭-৪) জিতে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখেন সার্বিয়ান টেনিস সেনসেশন।

এদিকে, নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন সিমোনা হালেপ। ফাইনালে স্লোভাকিয়ার ডমিনিকা চিবুল্কোভাকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা উল্লাসে মাতেন রোমানিয়ার ২৪ বছর বয়সী এ টেনিস তরুণী।

ক্লে-কোর্টের গ্র্যান্ড স্লাম ইভেন্ট ফ্রেঞ্চ ওপেন সামনে রেখে প্রস্তুতিটা ভালো হলো না নাদালের। আগামী ২২ মে ১১৫তম আসরের পর্দা উঠবে। লাল মাটির কোর্টে নাদাল কতটা অপ্রতিরোধ্য তা পরিসংখ্যানেই স্পষ্ট। ক্যারিয়ারের ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপার মধ্যে রেকর্ড ৯টিই এসেছে ফ্রেঞ্চ ওপেন থেকে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ