ঢাকা: প্রথম রাউন্ডের পর ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডেও ঘাম ঝরানো জয় পেলেন অ্যান্ডি মারে। ৠাংকিংয়ের ১৬৪ নম্বরে থাকা ফ্রেঞ্চ তরুণ মাথিয়াস বোর্গের কাছে হারের লজ্জা এড়িয়ে স্বস্তির নিঃশ্বাসই ফেলেন ব্রিটিশ নাম্বার ওয়ান।
অপর ম্যাচে জাপানের তারো ড্যানিয়েলকে সরাসরি সেট ৭-৬ (৯-৭), ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের স্ট্যান ওয়ারিঙ্কা।
রোলাঁ গারো স্টেডিয়ামে প্রথম সেটটি ৬-২ গেমে জিতে নেন মারে। তবে দ্বিতীয় সেটেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান মাথিয়াস। টানা দুই সেট জিতে (৬-২, ৬-৪) বিশ্বের দুই নাম্বার তারকাকে রীতিমতো ভয়-ই পাইয়ে দিয়েছিলেন ২২ বছর বয়সী এ উদীয়মান খেলোয়াড়।
২-১ ব্যবধানে পিছিয়ে থেকেই যেন টনক নড়ে মারের। ভক্ত-সমর্থকদের আর নিরাশ করেননি। অঘটনের শিকার হওয়ার শঙ্কা কাটিয়ে পাঁচ সেটের রোমাঞ্চকর জয় তুলে নেন দু’বারের গ্র্যান্ড স্লাম জয়ী। চতুর্থ সেটে ৬-২ ও পঞ্চম সেটটি ৬-৩ গেমে জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করে হাঁফ ছেড়ে বাঁচেন মারে।
এর আগে প্রথম রাউন্ডেও পাঁচ সেটের কষ্টার্জিত জয় পান মারে। চেক রিপাবলিকের রাডেক স্টিপানেকের বিপক্ষে প্রথম দুই সেটেই সমান ৬-৩ গেমে হেরে টুর্নামেন্টের শুরুতেই ছিটেকে যেতে বসেছিলেন! পরে টানা তিন সেট (৬-০, ৬-৩, ৭-৫) জিতে প্রথম রাউন্ডের বাধা পার করেন।
কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে ক্রোয়েশিয়ান ইভো কার্লোভিকের মুখোমুখি হবেন মারে।
একবার করে উইম্বলডন ও ইউএস ওপেন জেতা মারের এখনো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা অধরা। গ্র্যান্ড স্লামের এই ইভেন্টটিতে তিনবার (২০১১, ২০১৪, ২০১৫) সেমিফাইনাল থেকে বিদায় নেন। অন্যদিকে, পাঁচ পাঁচবার (২০১০, ২০১১, ২০১৩, ২০১৫, ২০১৬) ফাইনাল খেলেও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা হারানোর আক্ষেপে পুড়েন ২৯ বছর বয়সী এ টেনিস তারকা।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এমআরএম
** জয়ে শুরু সেরেনার, অঘটনের শিকার কেরবার-আজারেঙ্কা
** দ্বিতীয় রাউন্ডে মারে-নাদাল-জোকোভিচ
** অঘটন থেকে বাঁচলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কা
** ১৭ বছরে প্রথম গ্র্যান্ড স্লাম মিস করছেন ফেদেরার