ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

জয়ে শুরু নাদাল-মারে-সেরেনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
জয়ে শুরু নাদাল-মারে-সেরেনার ছবি: সংগৃহীত

ঢাকা: অলিম্পিক শিরোপা ধরে রাখার মিশনটা দুর্দান্তভাবে শুরু করলেন ব্রিটিশ নাম্বার ওয়ান অ্যান্ডি মারে। প্রত্যাশিত জয়ে প্রথম রাউন্ডের বাধা পার করেছেন ২০০৮ অলিম্পিক গোল্ড জয়ী রাফায়েল নাদাল।

আর নারী এককে ভেনাস উইলিয়ামস অঘটনের শিকার হলেও দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন তারই বোন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস।

মারে ও নাদাল দু’জনই সরাসরি সেটে জিতে কোর্ট ছাড়েন। সার্বিয়ান ভিক্টর ট্রইস্কিকে ৬-৩, ৬-২ গেমে মারে ও আর্জেন্টাইন ফেদেরিকো ডেলবোনিসের বিপক্ষে ৬-২, ৬-১ গেমের দাপুটে জয় পান নাদাল। তৃতীয় রাউন্ডের লক্ষ্যে স্প্যানিশ আইকনের প্রতিপক্ষ ইতালির আন্দ্রেস সেপ্পি। আর ফেদেরিকোর স্বদেশী হুয়ান মোনাকোর মুখোমুখি হবেন ব্রিটিশ সেনসেশন।

অস্ট্রেলিয়ান ডারিয়া গ্যাব্রিলোভার সঙ্গে খানিকটা প্রতিদ্বন্দ্বিতার পর প্রথম সেটটি ৬-৪ গেমে জিতে নেন সেরেনা। দ্বিতীয় সেটে (৬-২) অবশ্য প্রতিপক্ষকে খুব একটা সুযোগ দেননি মার্কিন তারকা। দ্বিতীয় রাউন্ডে সেরেনা চ্যালেঞ্জের মুখে পড়বেন ফ্রান্সের অ্যালাইজ কোর্নেট।

এদিকে, ভেনাস উইলিয়ামসের পর অঘটনের শিকার হয়েছেন বিশ্বসেরা নোভাক জোকোভিচ। আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন দেল পিয়েরোর কাছে ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-২) গেমে হার মানেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি। এর আগে বেলজিয়ান ক্রিস্টেন ফ্লিপকেন্সের বিপক্ষে এগিয়ে থেকেও ৬-৪, ৩-৬, ৬-৭ (৫-৭) গেমে হেরে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার লজ্জায় ডোবেন ভেনাস।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ