ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

অলিম্পিকে প্রথমবার হারের স্বাদ ভেনাস-সেরেনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
অলিম্পিকে প্রথমবার হারের স্বাদ ভেনাস-সেরেনার

ঢাকা: অলিম্পিক টেনিসের মহিলা দ্বৈতে বড় অঘটন ঘটিয়ে হেরে গেছেন সেরেনা উইলিয়ামস-ভেনাস উইলিয়ামস জুটি। অলিম্পিক টেনিসের ডাবলসে প্রথমবারের মতো হেরে গেলেন যুক্তরাষ্ট্রের এই দুই টেনিস তারকা।

চতুর্থবারের মতো স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে রিওতে গেলেও তাদের স্বপ্ন পূরণ হয়নি। দুই বোন হেরেছেন চেক জুটি লুসি সাফারোভা ও বারবোরা স্ট্রাইকোভার বিপক্ষে।

প্রথম রাউন্ডেই ৬-৩, ৬-৪ সেটে হেরে গেছেন সেরেনা-ভেনাস জুটি।

উইলিয়ামস পরিবারের দুই বোন অলিম্পিক ক্যারিয়ারে ১৬তম ম্যাচে এসে হারের মুখ দেখলেন। ২০০০ সাল থেকে ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিলেন সেরেনা-ভেনাস।

২০০০ সালে সিডনি অলিম্পিকে, ২০০৮ সালে বেইজিংয়ে ও ২০১২ সালে লন্ডনে টেনিসের ডাবলসে স্বর্ণ জিতেছিলেন সেরেনা-ভেনাস। ইনজুরির কারণে ২০০৪ সালে অ্যাথেন্স অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন সেরেনা।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ