ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

টেনিস

ফাইনালে জিতে মারের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, আগস্ট ১৫, ২০১৬
ফাইনালে জিতে মারের ইতিহাস

ঢাকা: অন্যরকম এক ইতিহাস রচনা করলেন অ্যান্ডি মারে। রিও অলিম্পিকে পুরুষ একক টেনিসের ফাইনালে জিতে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে দুটি অলিম্পিক স্বর্ণ জিতলেন গ্রেট ব্রিটেনের এই তারকা।

সেরা হওয়ার লড়াইয়ে তিনি আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারান।

এদিনের ফাইনালটি হয়েছে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। চার ঘণ্টা দুই মিনিটের এ ম্যাচটিতে মারে জেতেন ৭-৫, ৪-৬, ৬-২ ও ৭-৫ সেটে। মারের খাতায় টানা দুটি ‍অলিম্পিক স্বর্ণও যোগ হলো। এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকে সেরা হয়েছিলেন তিনি।

ফাইনালে হেরে যাওয়ায় রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দেল পোত্রোকে। আর রাফায়েল নাদালকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন জাপানের কেই নিশিকোরি।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ