ঢাকা: টেনিস র্যাংকিংয়ে সেরেনা উইলিয়ামসের দীর্ঘ আধিপত্য অক্ষুন্নই থাকছে। ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হওয়ার অনন্য সুযোগটিই হাতছাড়া করেছেন অ্যাঞ্জেলিক কেরবার।
যুক্তরাষ্ট্রের ওহি’র সিনসিনাটিতে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণীতে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার কাছে ৬-৩, ৬-১ গেমে হারের লজ্জা নিয়ে কোর্ট ছাড়েন কেরবার। ট্রফি উল্লাসে মাতার সঙ্গে র্যাংকিংয়ে ১১ নম্বরে নাম লিখিয়েছেন ২৪ বছর বয়সী প্লিসকোভা।
অন্যদিকে, দ্বিতীয় বিশ্বসেরা থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ও উইম্বলডনের রানার্সআপ কেরবারকে। কাঁধের ইনজুরির কারণে এবারের আসর থেকে ছিটকে যান গত দু’বারের চ্যাম্পিয়ন সেরেনা।
কেরবার হারায় ডব্লিউটিএ (ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন) র্যাংকিংয়ে টানা শীর্ষস্থান ধরে রাখার নতুন রেকর্ড গড়ার পথে সেরেনা। এখন পর্যন্ত টানা ১৮৪ সপ্তাহ সেরার আসনে মার্কিন আইকন। এ তালিকায় সবার উপরে কেরবারের স্বদেশী কিংবদন্তি স্টেফি গ্রাফ (১৮৬)।
এদিকে, মেয়েদের দ্বৈতে (ডাবলস) চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রিকোভার সঙ্গে জুটি বেধে শিরোপা নিশ্চিত করেছেন ভারতীয় সেনসেশন সানিয়া মির্জা। সুইস তারকা মার্টিনা হিঙ্গিস ও যুক্তরাষ্ট্রের কোনো ভান্ডেওয়েগকে সরাসরি সেট ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন সানিয়া-বারবোরা জুটি।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এমআরএম