ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

টেনিস

কানেকটিকাট ওপেনে সানিয়ার শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৯, আগস্ট ২৯, ২০১৬
কানেকটিকাট ওপেনে সানিয়ার শিরোপা সানিয়া মির্জা-ছবি:সংগৃহীত

ঢাকা: মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি ভাঙ্গার পরও সানিয়া মির্জা স্বমেজাজেই আছেন। ‘সান্টিনা’ জুটি ভেঙে যাওয়ার পরে পেশাদার ট্যুরে দুটো টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হলেন বিশ্বের এক নম্বর ভারতীয় ডাবলস তারকা সানিয়া।

সিনসিনাটি ওপেন খেতাবের পরে এ বার কানেকটিকাট ওপেন ট্রফিও সানিয়া নিজের দখলে নিলেন। সিনসিনাটি ওপেনে চেক পার্টনার স্ট্রাইকোভাকে নিয়ে জেতার পর এই খেতাবটা সানিয়া তুললেন রোমানিয়ান নিকুলেস্কুকে সঙ্গী নিয়ে।

ফাইনালে সানিয়ারা ৭-৫, ৬-৪ হারান বন্ডারেঙ্কো-চিয়া জাংয়ের ইউক্রেন-তাইওয়ান জুটিকে। যুক্তরাষ্ট্র ওপেন শুরুর আগে সানিয়ার এটা ক্যারিয়ারের ৩৯তম ডাবলস খেতাব, এ বছর যা সাত নম্বর।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ