ঢাকা: রিও অলিম্পিকের হতাশা কাটিয়ে জয় দিয়ে ইউএস ওপেন শুরু করেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জোকোভিচ। তবে কবজির ইনজুরি বেশ ভুগিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে।
নিউইয়র্কের ইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে প্রথম সেট চলাকালীন মেডিকেল বিরতি নিয়ে হাতের চিকিৎসা নেন জোকোভিচ। ৬-৩ গেমে জয়ের পর দ্বিতীয় সেটে পোল্যান্ডের জারজি জানোউইজের কাছে ৫-৭ গেমে হেরে ভক্তদের কপালে চিন্তার ভাঁজই ফেলে দেন সার্বিয়ান আইকন। অলিম্পিকের প্রথম রাউন্ডে বাদ পড়ার পুনরাবৃত্তি না হয়ে যায়!
তবে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ান জোকোভিচ। তৃতীয় ও চতুর্থ সেটে প্রতিপক্ষকে আর কোনো সুযোগই দেননি ১২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। ৬-২, ৬-১ গেমের দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন।
কবজির ইনজুরির কারণে উইম্বলডন (২৭ জুন-১০ জুলাই) মিস করা নাদালের কোনো সমস্যাই চোখে পড়েনি। চেনা রূপেই ফিরেছেন গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে। অলিম্পিক এককের সেমিফাইনালিস্ট ও ডাবলসে গোল্ড মেডেল জয়ের পারফরম্যান্সটাই টেনে আনেন ইউএস ওপেনে। উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে সরাসরি সেট ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে প্রথম রাউন্ডের বাধা পার করেন স্প্যানিশ তারকা।
তৃতীয় রাউন্ড নিশ্চিতের ম্যাচে চেক প্রজাতন্ত্রের জিরি ভেসেলির মুখোমুখি হবেন জোকোভিচ। আর ইতালিয়ান আন্দ্রেস সেপ্পির বিপক্ষে কোর্টে নামবেন ২০১৩ আসরের চ্যাম্পিয়ন নাদাল।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমআরএম