ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ভেনাস-সেরেনার দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
ভেনাস-সেরেনার দাপুটে জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাটিতে ইউএস ওপেনের শিরোপা খরা কাটানোর মিশনে দুর্দান্ত গতিতে ছুটছেন সেরেনা উইলিয়ামস। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও তুলে নিয়েছেন সরাসরি সেটের জয়।

দাপুটে পারফরম্যান্সে বড় বোন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ভেনাস উইলিয়ামসও পা রেখেছেন তৃতীয় রাউন্ডে।

নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে স্বদেশী ভানিয়া কিংকে সমান ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরেনা। অপর ম্যাচে জার্মানির জুলিয়া জর্জেসের বিপক্ষে ভেনাসের জয়টি আসে ৬-২, ৬-৩ গেমে।

চতুর্থ রাউন্ডে ওঠার লক্ষ্যে সুইডিশ জোহানা লারসনের মুখোমুখি হবেন ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা। ভেনাসের প্রতিদ্বন্দ্বী আরেক জার্মান লরা সিগেমান্ড।

নারী এককের অন্যান্য ম্যাচের মধ্যে লুসি সাফারোভাকে সিমোনা হালেপ, নাওমি ব্রোডিকে আগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা, ভেতলানা কুজনেৎসোভাকে ক্যারোলিন ওজনিয়াকি, ক্রিস্টিনা ম্যাকহেলকে রবার্তা ভিঞ্চি, মিরজানা লুসিক ব্যারোনিকে অ্যাঞ্জেলিক কেরবার ও তৃতীয় বিশ্বসেরা স্প্যানিশ গারবিন মুগুরুজাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছেন র‌্যাংকিংয়ের ৪৯ নম্বরে থাকা লাতভিয়ার আনাস্তাসিজা সেভাস্তোভা।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ