ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

পাঁচ সেটের কঠিন লড়াইয়ের পর মারের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
পাঁচ সেটের কঠিন লড়াইয়ের পর মারের বিদায় অ্যান্ডি মারে-ছবি:সংগৃহীত

ঢাকা: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালেই বিদায় নিলেন টেনিস পুরষ বাছাইয়ের দুই নম্বর তারকা অ্যান্ডি মারে। তবে হারের আগে জাপানের কেই নিশিকোরির বিপক্ষে পাঁচ সেটের কঠিন লড়াই করেন।

কিন্তু এ বছর চারটি গ্র্যান্ডস্ল্যামের তিনটিতেই ফাইনাল খেলা ব্রিটিশ এ তারকা শেষ পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করতে পারেননি।

ফ্ল্যাশিং মিডোতে এদিন প্রথম সেট অবশ্য দাপট দেখিয়ে জিতে নেন ষষ্ঠ বাছাই নিশিকোরি। তবে দ্বিতীয় সেটে ৬-৪ গেমে জিতে ঘুরে দাঁড়ান মারে। তৃতীয় সেট ৪-৬ গেমে হারলেও চতুর্থ সেটে ৬-১ গেমের বড় ব্যধানে জয় তুলে নেন মারে। কিন্তু শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াই করে ৭-৫ ব্যবধানে হেরে আসর শেষ করেন স্কটিশ তারকা।

এর আগে মারে ‍অবশ্য নিশিকোরির বিপক্ষে আটবারের সাক্ষাতে সাতবারই জয় তুলে নিয়েছিলেন। তবে এদিন ভাগ্য সহায় হলো না। কিন্তু ম্যাচ হারের পর আম্পায়ারের সিদ্ধন্তে প্রশ্ন তুলেছেন তিনি। সেমিফাইনালে স্তান ওয়ারিঙ্কা অথবা হুয়ান মার্টিন দেল পোত্রের বিপক্ষে লড়বেন নিশিকোরি।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ০৮ সেপ্টম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ