ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

চায়না ওপেন জিতে জোকোভিচের আরো কাছে মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
চায়না ওপেন জিতে জোকোভিচের আরো কাছে মারে ছবি: সংগৃহীত

ঢাকা: নোভাক জোকোভিচের ওয়ার্ল্ড নাম্বার পজিশনে বসতে আরো এক ধাপ এগিয়ে গেলেন অ্যান্ডি মারে। বছরের পঞ্চম ও এটিপি (অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস) ওয়ার্ল্ড ট্যুরের চতুর্থ টাইটেল জিতে নিয়েছেন ব্রিটিশ নাম্বার ওয়ান।


বেইজিংয়ে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে হারিয়ে কোর্ট ছাড়েন মারে। দিমিত্রভের কাছে হেরেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। সেমিতে প্রতিপক্ষ কানাডিয়ান মিলোস রাওনিকের ইনজুরির সুবাদে না খেলেই (ওয়াকওভার) সরাসরি ফাইনালে উঠে যান।

মারের বিপক্ষে ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়েন দিমিত্রভ। যদিও সরাসরি সেটেই হার মানেন। প্রথম সেটটি ৬-৪ গেমে জিতে নেন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে গিয়ে ম্যাচ নিষ্পত্তি হয়। ৭-৬ (৭-২) গেমের জয়ে শিরোপা উল্লাসে মাতেন মারে। যা তার ক্যারিয়ারের ৪০তম এটিপি ট্যুর ট্রফি।

অন্যদিকে, নারী এককের ফাইনালে হেরে গেছেন মারের স্বদেশী জোহানা কন্তা। সরাসরি সেট ৬-৪, ৬-২ গেমে জিতে ট্রফি উঁচিয়ে ধরেন পোলিশ সেনসেশন আগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ