ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

কোয়ার্টার থেকেই নাদালের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
কোয়ার্টার থেকেই নাদালের বিদায় রাফায়েল নাদাল/ছবি: সংগৃহীত

মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামের আগেই হোঁচট খেলেন রাফায়েল নাদাল। নতুন মৌসুমে ব্রিসবেন ইন্টারন্যাশনাল ইভেন্ট দিয়ে কবজির ইনজুরি কাটিয়ে প্রায় তিন মাস পর কোর্টে ফিরেছিলেন রাফায়েল নাদাল। তবে, প্রতিযোগিতামূলক টেনিসে দীর্ঘ বিরতির পরও ছন্দ না হারানো স্প্যানিশ এই আইকন শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন।

টানা দুই ম্যাচে দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিলেন ১৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী। কোয়ার্টার ফাইনালে সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নাদালের জন্য শুক্রবারের (৬ জানুয়ারি) সেমি নিশ্চিতের ম্যাচটি মোটেও সহজ ছিলো না।

যেখানে তার প্রতিপক্ষ ছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মিলোস রাওনিক। র্যাংকিংয়ের তৃতীয় স্থানে অবস্থান করা কানাডিয়ান এই তারকার বিপক্ষে হেরেছেন নাদাল।

প্যাট রাফতার এরিনায় প্রায় আড়াই ঘণ্টা ধরে তিন সেটের (৪-৬, ৬-৩, ৬-৪) লড়াইয়ে ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে হারান বিশ্বের তিন নাম্বার তারকা রাওনিক৷ প্রথম সেট জিতেও ম্যাচ বের করতে পারেননি নাদাল৷

এর আগে দ্বিতীয় রাউন্ডে নাদালের সামনে দাঁড়াতেই পারেননি জার্মানির মিসচা ভারেভ। দুর্দান্ত পারফরম্যান্সে ৬-১, ৬-১ গেমের উড়ন্ত জয় নিয়ে কোর্ট ছাড়েন তিনি। এর আগে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে ইউক্রেনের আলেক্সান্ডার ডোলগোপোলোভকেও সরাসরি সেটে (৬-৩, ৬-৩) হারিয়েছিলেন।

এদিকে, সরাসরি দ্বিতীয় রাউন্ডে নেমে আর্জেন্টিনার দিয়েগো সোয়ার্টজম্যানকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে শেষ আটে পা রাখেন ২৬ বছর বয়সী রাওনিক। কানাডিয়ান রাওনিক শনিবার শেষ চারের লড়াইয়ে কোর্টে নামবেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে৷

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ৬ জানুয়ারি, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ