মেলবোর্ন পার্কে ষষ্ঠ বাছাই ফ্রেঞ্চ তারকা মনফিলসকে হারাতে চার সেট খেলতে হয়েছে ১৪টি গ্র্যান্ডস্ল্যামের মালিকে নাদালের। প্রথম দুই সেট অবশ্য জিতে নেন সমান ৬-৩ গেমে।
৩০ বছর বয়সী সাবেক নাম্বার ওয়ান নাদাল কোয়ার্টারে লড়বেন তৃতীয় বাছাই মিলোস রাওনিকের। শীর্ষ ও দুই নম্বর তারকা অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচ ইতিমধ্যে আসর থেকে বিদায় নেওয়ায় এখন সবচেয়ে ধারাবাহিক তারকা রাওনিকই। তিনি শেষ ষোলোতে রবার্টো বাউতিস্তাকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেন।
এদিকে নাদাল এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা একবারই জিতেছেন। ২০০৯ সালে সেবার ট্রফিটি জিতে পরের বছর ক্যারিয়ার স্ল্যাম পূর্ণ করেন।
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৭
এমএমএস