ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

দেশের পরাজয় দেখলেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
দেশের পরাজয় দেখলেন ম্যারাডোনা দেশের পরাজয় দেখলেন ম্যারাডোনা-ছবি:সংগৃহীত

গ্যালারিতে বসে নিজ দেশ আর্জেন্টিনাকে সমর্থন জানাচ্ছিলেন দিয়েগো ম্যারাডোনা। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও ইতালির কাছে অঘটনের শিকার হলো দলটি। ডেভিস কাপ টেনিসে বিদায় ঘটলো আর্জেন্টিনার।

তিন মাস আগেই প্রথমবারের মতো ডেভিস কাপের চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। কঠিন দল হয়েও এবার প্রথম রাউন্ডে বিদায় নিল।

আগামী সেপ্টেম্বরে দলটিকে প্লে-অফে খেলতে হবে।

গুয়েদো পেল্লার নেতৃত্বে আর্জেন্টিনা শুরুটা খুব ভালো করেছিল। পাঁচ সেটের খেলায় প্রথম দুই সেট ২-৬ ও ৪-৬ গেমে জিতে নেয়। তবে ফ্যাবিও ফোগিনির অধীনে ইতালি শেষ তিন সেটে ৬-৩, ৬-৪ ও ৬-২ গেমে জিতে আর্জেন্টিনাকে অঘটনের শিকার বানায়।

আগামী এপ্রিলে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবে ইতালি। বেলজিয়াম প্রথম রাউন্ডের ম্যাচে জার্মানিকে ৪-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ