সেমি নিশ্চিতের ম্যাচে তার প্রতিপক্ষ ছিল জাপানের ২১ বছরের তরুণ ইয়োশিহিতো নিশিওকা। প্রায় দুই ঘণ্টা লড়াইয়ের পর জিততে হয় নাদালকে।
মেক্সিকান ওপেনের সেমি নিশ্চিতের ম্যাচে নিশিওকাকে ৭-৬ (৭-২) ও ৬-৩ সেটে হারান নাদাল। সেমিতে নাদালকে লড়তে হবে ক্রোয়েশিয়ার ২৮ বছর বয়সী তারকা মারিন সিলিকের বিপক্ষে। ২০০৫ ও ২০১৩ সালে মেক্সিকান ওপেনের শিরোপা ঘরে তুলেছিলেন নাদাল।
ম্যাচ শেষে নাদাল জানান, ‘এখানের প্রতিটি ম্যাচেই লড়তে হয়। আগের ম্যাচগুলোর মতোই এই ম্যাচটিও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। নিজের সেরাটা দিতে পারছি না। তারপরও সেমিতে উঠতে পারায় আমি বেশ খুশি। ’
এর আগে দ্বিতীয় রাউন্ডে শেষ ষোলোর ম্যাচে ইতালিয়ান পাওলো লরেঞ্জিকে সমান ৬-১, ৬-১ গেমে উড়িয়ে কোয়ার্টারে উঠেন ১৪ বারের গ্র্যান্ডস্লাম জয়ী নাদাল।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ৩ মার্চ, ২০১৭
এমআরপি