ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ফাইনালে স্বদেশীর মুখোমুখি ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
ফাইনালে স্বদেশীর মুখোমুখি ফেদেরার ফাইনালে স্বদেশী স্ট্যান ওয়ারিঙ্কার মুখোমুখি রজার ফেদেরার (বামে)/ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) পঞ্চম শিরোপার লক্ষ্যে স্বদেশী তারকা স্ট্যান ওয়ারিঙ্কার মুখোমুখি হচ্ছেন সুইস আইকন রজার ফেদেরার। সেমিফাইনালে দু’জনই সরাসরি সেটের জয় তুলে নেন।

ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলস টেনিস গার্ডেনে আমেরিকান তরুণ জ্যাক সককে প্রথম সেটে ৬-১ গেমে উড়িয়ে দেন ফেদেরার। কিন্তু, দ্বিতীয় সেটে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়েন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি ঘটে। ৭-৬ (৭-৪) গেমের ঘাম ঝরানো ফলাফলে কোর্ট ছাড়েন ১৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। বলা বাহুল্য, অস্ট্রেলিয়ান নিক কিরগিয়াস অসুস্থতার কারণে নাম প্রত্যাহার করে নেওয়ায় ফেদেরারের কোয়ার্টার ফাইনালে নামতে হয়নি।

স্প্যানিশ পাবলো কারেনো বুস্তার বিপক্ষে পাঁচটি গেমে হারলেও সরাসরি সেটের জয় পেতে বেগ পেতে হয়নি র‌্যাংকিংয়ের তিনে থাকা ওয়ারিঙ্কার। ৬-৩, ৬-২ গেমের পারফরম্যান্সে কোর্ট ছাড়েন তিনি।

মুখোমুখি লড়াইয়ে ফেদেরারের ধারেকাছেও নেই ৩১ বছর বয়সী ওয়ারিঙ্কা। ২২ বারের দেখায় মাত্র তিন ম্যাচে জয়ের দেখা পেয়েছেন। এ টুর্নামেন্টে ওয়ারিঙ্কার সামনে প্রথম শিরোপা জেতার হাতছানি! সবশেষ ২০১২ আসরে চ্যাম্পিয়নের আসনে বসেছিলেন ফেদেরার।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১৯ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ