ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

বিশ্বসেরা কেরবারকে হারিয়ে সেমিতে ভেনাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
বিশ্বসেরা কেরবারকে হারিয়ে সেমিতে ভেনাস অ্যাঞ্জেলিক কেরবার ও ভেনাস উইলিয়ামস/ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যাঞ্জেলিক কেরবারকে হারিয়ে মিয়ামি ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন সাবেক বিশ্বসেরা ভেনাস উইলিয়ামস। চলতি বছর ফর্মের তুঙ্গে ৩৬ বছর বয়সী এ টেনিস আইকন। সরাসরি সেটের জয়ে শেষ চারে পা রাখেন উইলিয়ামস পরিবারের বড় কন্যা।

গত জানুয়ারিতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিলেন ভেনাস। ছোট বোন সেরেনার কাছে হার মানেন।

চলতি মাসেই ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) কোয়ার্টার ফাইনালে ওঠেন। এবার নিজ দেশের আরেকটি ইভেন্টে দুর্দান্ত গতিতে ছুটছেন মার্কিন কিংবদন্তি।

...কেরবারের সঙ্গে প্রথম সেটটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ৭-৫ গেমে জিতে লিড নেন ভেনাস। ঘুরে দাঁড়ানোর দ্বিতীয় সেটে প্রতিরোধ গড়তে পারেননি জার্মান সেনসেশন।  ৬-৩ গেমের ফলাফলে কোর্ট ছাড়েন ভেনাস। ফাইনাল নিশ্চিতের ম্যাচে তার প্রতিপক্ষ ব্রিটিশ তারকা জোহানা কন্তা। যিনি রোমানিয়ান সিমোনা হালেপকে পিছিয়ে থেকেও ৩-৬, ৭-৬ (৯-৭), ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টারের বাধা পার করেন।

এ ইভেন্টে ১৯ বছর আগে প্রথম শিরোপা জেতেন ভেনাস। তার দখলে রয়েছেন তিনটি ট্রফি। সবশেষটি আসে ২০০১ সালে। অর্থাৎ, দীর্ঘ ১৬ বছর পর চতুর্থবারের মতো মিয়ামির চ্যাম্পিয়ন হওয়া থেকে দু’টি জয় দূরে ভেনাস উইলিয়ামস। ২০১০ আসরে ফাইনালে উঠলেও শিরোপার দেখা পাননি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ