ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

টেনিস

ঘাম ঝরানো জয়ে জোকোভিচের শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
ঘাম ঝরানো জয়ে জোকোভিচের শুরু নোভাক জোকোভিচ/ছবি: সংগৃহীত

মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা পুনরুদ্ধারের মিশনে শুরুতেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন নোভাক জোকোভিচ। তিন সেটের জয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন সার্বিয়ান টেনিস আইকন।

শীর্ষ আট বাছাই খেলোয়াড় হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে নামেন জোকোভিচ। ফ্রান্সের গিলেস সিমোনের বিপক্ষে প্রথম সেটটি অনায়াসেই ৬-৩ গেমে জিতে নেন।

কিন্তু, দ্বিতীয় সেটে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজই ফেলে দেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। হেরে যান সমান ব্যবধানে।

ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটে দু’জনের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন দর্শকরা। শেষ পর্যন্ত ৭-৫ গেমের ঘাম ঝরানো জয়ে একরাশ স্বস্তি নিয়েই কোর্ট ছাড়েন জোকোভিচ।

এই ইভেন্টে সবশেষ ২০১৫ আসরে শিরোপা জিতেছিলেন জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে স্প্যানিশ পাবলো ক্যারেনো বুস্তা ও রাশিয়ান কারেন কাচানোভের মধ্যকার বিজয়ীর মুখোমুখি হবেন ১২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ