ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

মারে-নাদালের জয়ে শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
মারে-নাদালের জয়ে শুরু অ্যান্ডি মারে ও রাফায়েল নাদাল/ছবি: সংগৃহীত

‍প্রায় এক বছর পর ক্লে-কোর্টে নেমে সরাসরি সেটের জয় পেলেও ঘাম ঝরাতে হয়েছে অ্যান্ডি মারেকে। ইনজুরি কাটিয়ে মন্টে কার্লো মাস্টার্স দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। অন্যদিকে, তিন সেটের জয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।

গত বছরের ফ্রেঞ্চ ওপেন ফাইনালের পর এ প্রথম ক্লে-কোর্টে (লাল মাটির কোর্ট) প্রতিদ্বন্দ্বিতায় নামেন মারে। বছরের দ্বিতীয় গ্র্যা‌ন্ড স্লাম টুর্নামেন্ট (মে মাসে শুরু) সামনে রেখেই মন্টে কার্লোতে নিজেদের তৈরি করছেন টেনিস তারকারা।

 ঘাম ঝরানো জয়ে জোকোভিচের শুরু

শীর্ষ আট বাছাই খেলোয়াড় হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলেন মারে। লুক্সেমবার্গের গিলের মুলারের বিপক্ষে তার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন দর্শকরা। দুই সেটেই ৭-৫, ৭-৫ গেমের ফলাফল নিয়ে কোর্ট ছাড়েন ব্রিটিশ আইকন।

মারের স্বদেশী তরুণ কাইল এডমুন্ডের বিপক্ষে নাদালের শুরুটা হয় দুর্দান্ত। প্রথম সেটেই ৬-০ গেমের উড়ন্ত জয় তুলে নেন ‘ক্লে-কোর্টের রাজা’। দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান এডমুন্ড। ৭-৫ গেমে ফেরেন সমতায়। ম্যাচ নির্ধারণী তৃতীয় রাউন্ডে ৬-৩ গেমের স্বস্তির জয়ে সমর্থকদের মাঝে স্বস্তি এনে দেন স্প্যানিশ সেনসেশন।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে তৃতীয় রাউন্ডে উঠতি জার্মান তরুণ আলেক্সান্ডার জিভারেভের মুখোমুখি হবেন নাদাল। মারের প্রতিপক্ষ নাদালের স্বদেশী রামোস ভিনোলাস।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ