ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

জোকোভিচের বিদায়, সেমিতে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
জোকোভিচের বিদায়, সেমিতে নাদাল জোকোভিচের বিদায়, সেমিতে নাদাল-ছবি:সংগৃহীত

চলমান মন্টে-কার্লো রোলেক্স মাস্টার্স টেনিস টুর্নামেন্টে অঘটন অব্যাহত রয়েছে। পুরুষদের শীর্ষ তারকা অ্যান্ডি মারের পর এবার বিদায় নিলেন দুই নম্বর বাছাই নোভাক জোকোভিচ। তবে সেমিফাইনাল নিশ্চিত করেছেন স্প্যানিশ শীর্ষ তারকা রাফায়েল নাদাল।

১৩তম বাছাই ডেভিড গফিনের কাছে হেরে শেষ আট থেকেই ছিটকে গেলেন সার্বিয়ান জোকোভিচ।

কোয়ার্টারের এ ম্যাচে অবশ্য ইনজুরি নিয়ে কোর্টে নামেন জোকোভিচ।

বেলজিয়াম তারকা গফিনের কাছে শেষ পর্যন্ত ৬-২, ৩-৬ ও ৭-৫ সেটে হেরে যান।

টুর্নামেন্টে এখন পর্যন্ত শীর্ষ ও দুই নম্বর বাছাই ছাড়াও আরও একটি অঘটন ঘটেছে। গত বৃহস্পতিবারই তৃতীয় বাছাই সুইস স্তান ওয়ারিঙ্কা আসর থেকে বাদ পড়েন।

এ আসরে এখন পর্যন্ত বড় তারকা বলতে টিকে রয়েছেন রাফায়েল নাদাল। শেষ আটের ম্যাচে তিনি ৪০ মিনিটেই সহজ জয় তুলে নেন। দিয়েগো শেচওয়ার্টম্যানকে ৬-৪ ও ৬-৪ সেটে হারিয়ে সেমি নিশ্চিত করেন এই স্প্যানিশ।  

সেমির লড়াইয়ে নাদাল লড়বেন আলবার্টো রামোসের বিপক্ষে। আর অন্য ম্যাচে গফিন খেলবেন লুকাস পোউলির বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ২২ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ