গত সোম এবং মঙ্গলবার মাদ্রিদে ছিলেন পিকে। বর্তমানে সেখানে মাদ্রিদ ওপেন টেনিস হচ্ছে।
কিন্তু এই টুর্নামেন্ট চলার ফাঁকেই পিকে কথা বলেছেন টেনিসের বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে। তিন মহাতারকা নাদাল, জকোভিচ এবং মারে তার উদ্যোগকে স্বাগতও জানিয়েছেন। পিকের পরিকল্পনা অনুযায়ী, মাত্র দশ দিন সময়ে যে কোনও একটি শহরে টেনিসের এই বিশ্বকাপ করা হবে।
হেরে যাওয়ার পরেও মারে এই পরিকল্পনা নিয়ে বলেছেন, ‘অভিনব প্রস্তাব। আমি তো খুবই উত্তেজিত এ রকম টুর্নামেন্ট নিয়ে। যদি বাস্তবায়িত করা যায় দারুণ হবে। ’ এই মুহূর্তে ক্রিকেট, ফুটবলের মতো প্রধান খেলাগুলির বিশ্বকাপ থাকলেও টেনিসের সে রকম কোনও টুর্নামেন্ট নেই। মারে তাই বলছেন, ‘টেনিসের দরকার এমন একটা টুর্নামেন্ট। ’
টেনিসের বিশ্বকাপ করার জন্য বার্সেলোনা এবং স্পেনের তারকা নাদাল বলেন, ‘পিকের পরিকল্পনা বাস্তবায়িত হলে দারুণ ব্যাপার হবে। আমরা সকলেই খুব উৎসাহিত এটা নিয়ে। আশা করছি, এই টুর্নামেন্ট দিনের আলো দেখবে। ’ নোভাক জকোভিচও তার সমর্থনের কথা বলেছেন। ‘টুর্নামেন্টের সূচিটা একটু জটিল লেগেছে। কিন্তু পিকের মতো ব্যক্তিত্ব টেনিসে সময় দিতে রাজি, এটা আমাদের খেলার জন্য দারুণ খবর। আশা করব ওর উদ্যোগ সফল হবে। ’
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ১৩ মে, ২০১৭
এমএমএস