ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

সেমিতেই মুখোমুখি নাদাল-জোকোভিচ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, মে ১৯, ২০১৭
সেমিতেই মুখোমুখি নাদাল-জোকোভিচ! নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল/ছবি: সংগৃহীত

ইতালিয়ান ওপেনের এবারের আসরে সেমিফাইনালে নাদাল-জোকোভিচ দ্বৈরথ উপভোগ করতে পারেন দর্শকরা। দু’জনই কোয়ার্টার নিশ্চিত করেছেন। শেষ আটের বাধা পেরোলেই সেমিতে মুখোমুখি হবেন দুই সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

তবে কাজটা মোটেও সহজ হবে না। খেলতে হবে কঠিন প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে।

জোকোভিচের সামনে আর্জেন্টাইন হুয়ান মার্টিন দেল পোত্রো। ক্লে-কোর্টের (লাল মাটির কোর্ট) ইভেন্টটিতে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন নাদালের প্রতিপক্ষ অস্ট্রিয়ান সেনসেশন ডমিনিক থিয়েম।  

তৃতীয় রাউন্ডের ম্যাচে রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ দু’জনই সরাসরি সেটের জয় তুলে নেন। মার্কিন তরুণ জ্যাক সককে ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করেন স্প্যানিশ আইকন। অপর ম্যাচে নাদালের স্বদেশী রবার্তো বাতিস্তা অগাটকে সমান ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন সার্বিয়ান সুপারস্টার।

প্রসঙ্গত, ইতালির ফ্যাবিও ফোগনিনির কাছে সরাসরি সেটে হেরে দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার হয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিশ্বসেরা অ্যান্ডি মারে। শুধু ইতালিয়ান ওপেনই নয়, সাম্প্রতিক সময়ে নিজের ফর্মের সঙ্গে লড়ছেন ব্রিটিশ তারকা।

এদিকে, নারী এককে মারের স্বদেশী জোহানা কন্তার বিপক্ষে ৬-১, ৬-৩, ৬-১ গেমের দুর্দান্ত জয়ে কোয়ার্টারে নাম লিখিয়েছেন উইলিয়ামস পরিবারের বড় কন্যা ভেনাস উইলিয়ামস। দ্বিতীয় রাউন্ডে হারের লজ্জায় ডোবেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যাঞ্জেলিক কেরবার।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ১৯ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ