এ ইভেন্টে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়নের বিপক্ষে মধুর প্রতিশোধই নেন থিয়েম। সম্প্রতি বার্সেলোনা ওপেন ও মাদ্রিদ ওপেনের ফাইনালে নাদালের কাছে হেরেছিলেন।
এবার আর নাদালকে কোনো সুযোগ দেননি ২৩ বছর বয়সী থিয়েম। ৬-৪, ৬-৩ গেমের দুর্দান্ত পারফরম্যান্সে সেমিতে পা রাখেন র্যাংকিংয়ের সাত নম্বরে থাকা অস্ট্রিয়ান তারকা।
বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন (২৮ মে শুরু) সামনে রেখে সতর্ক বার্তাই পেয়েছেন নাদাল। ২০১৭ মৌসুমে ক্লে-কোর্টে তার অপরাজেয় থাকার দৌড় থামলো ইতালিয়ান ওপেনে। এ সারপেসে টানা চারটি শিরোপা জেতা হলো না ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ীর। বার্সেলোনা ও মাদ্রিদ ওপেনের আগে মন্টে কার্লো মাস্টার্সের ট্রফি উঁচিয়ে ধরেন ৩০ বছর বয়সী এ টেনিস আইকন।
মারে-জোকোভিচ দ্বৈরথ উপভোগের সুযোগটাও শেষ! সেমিতে থিয়েমের প্রতিপক্ষ নোভাক জোকোভিচ ও হুয়ান মার্টিন দেল পোত্রোর মধ্যকার বিজয়ী। এ দু’জনের কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে স্থগিত। ৬-১ গেমে প্রথম সেট জিতে লিড নেন জোকোভিচ। দ্বিতীয় সেটে দেল পোত্রো ২-১ গেমে এগিয়ে থাকা অবস্থায় বৃষ্টি বাধায় ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়। শনিবার (২০) এখান থেকেই খেলা শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ২০ মে, ২০১৭
এমআরএম