শারাপোভাকে রজার্স কাপে খেলার জন্য ওয়াল্ডকার্ড দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। গত এপ্রিলে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে টেনিসে প্রত্যাবর্তনের পর ওয়াল্ডকার্ড ব্যবহার করে এখন পর্যন্ত তিনটি ইভেন্টে খেলেছেন পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ী।
রজার্স কাপ টুর্নামেন্ট পরিচালক কার্ল হ্যালের চোখে শারাপোভা ‘ফ্যান ফেভারিট’। এমনকি তিনি জোর দিয়েই বলছেন, রাশিয়ান টেনিস সেনসেশন তার শাস্তি সম্পন্ন করেছে। সম্প্রতি বেশ কয়েকজন টেনিস খেলোয়াড় শারাপোভার টেনিসে ফেরা নিয়ে সমালোচনা করেন।
ক্যারিয়ারে শারাপোভার রজার্স কাপ জেতা হয়নি। কানাডার টেনিস ইভেন্টটিতে ২০০৯ অাসরে ফাইনাল খেলেছিলেন। সাম্প্রতিক পারফরম্যান্স উদ্বেগের কারণ। প্রত্যাবর্তনের স্টুটগার্ট ওপেনের সেমিফাইনাল খেলার পর চলতি মাসে মাদ্রিদ ওপেন ও ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের বাদ পড়ার লজ্জায় ডোবেন শারাপোভা।
টেনিসে ফেরার মধ্য দিয়ে র্যাংকিংয়ে ফেরেন ত্রিশ বছর বয়সী শারাপোভা। ৩৮ ধাপ এগিয়ে বর্তমান অবস্থান ১৭৩। আগস্টে অনুষ্ঠেয় রজার্স কাপের আগে র্যাংকিংয়ে ভালো পজিশনে আসতে পারলে সরাসরি মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে ওয়াইল্ডকার্ড দেওয়া হবে অন্য কাউকে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ২৪ মে, ২০১৭
এমআরএম