ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

টেনিস

চার সেটের জয়ে দ্বিতীয় রাউন্ডে ‍মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, মে ৩১, ২০১৭
চার সেটের জয়ে দ্বিতীয় রাউন্ডে ‍মারে অ্যান্ডি মারে/ছবি: সংগৃহীত

ম্যাচ চলাকালীন ইভান লেন্ডলকে খুব কমই হস্তক্ষেপ করতে দেখা যায়। তিনিই এবার বেঞ্চ থেকে শিষ্য অ্যান্ডি মারেকে উৎসাহ জুগিয়েছেন, ‘কাম অন অ্যান্ডি, লেটস গো’। কোচের অনুপ্রেরণায় যেন জ্বলে ওঠেন ব্রিটিশ সেনসেশন। প্রথম দুই সেটের একটিতে হারের পর টানা দুই সেটের দাপুটে জয়ে ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডের বাধা পার করেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

ক্লে-কোর্টে (লাল মাটির কোর্ট) সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সে ফ্রেঞ্চ ওপেনের এবারের আসরে ফেভারিট তালিকায় নেই গতবারের রানার্সআপ মারে। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের আগে প্রস্তুতির চারটি ইভেন্টে অনেকটা নিজের ছায়া হয়ে ছিলেন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

মন্টে কার্লো রোলেক্স মাস্টার্স (তৃতীয় রাউন্ড), বার্সেলোনা ওপেন (সেমিফাইনাল), মাদ্রিদ ওপেন (তৃতীয় রাউন্ড) ও সবশেষ ইতালিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়ার লজ্জায় ডোবেন মারে।

ফ্রেঞ্চ ওপেনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেও এর ছাপ রয়ে গেছে! রাশিয়ান আন্দ্রে কুজনেৎসোভের বিপক্ষে প্রথম সেটে ৬-৪ সেটে লিড নেওয়ার পর দ্বিতীয় সেটেই একই ব্যবধানে হেরে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজই ফেলে দেন মারে। তৃতীয় সেটে মারেক উজ্জীবিত করতে এগিয়ে আসেন কোচ লেন্ডল। যিনি খেলোয়াড়ী জীবনে ছিলেন গ্রেটদের একজন।

তৃতীয় সেটে ৬-২ গেমের দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করেন ত্রিশ বছর বয়সী মারে। চতুর্থ সেটে তো সেটিকেও ছাড়িয়ে যান। কুজনেৎসোভকে স্রেফ উড়িয়ে দেন। ৬-০ গেমের জয়ে পা রাখেন দ্বিতীয় রাউন্ডে। যেখানে তার প্রতিপক্ষ স্লোভাকিয়ার মার্টিন ক্লিজান।  নাদাল-জোকোভিচের জয়ে শুরু

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ৩১ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ