ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ফ্রেঞ্চ ওপেনে পরীক্ষা দিয়ে যাচ্ছেন মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জুন ২, ২০১৭
ফ্রেঞ্চ ওপেনে পরীক্ষা দিয়ে যাচ্ছেন মারে অ্যান্ডি মারে/ছবি: সংগৃহীত

গত বছরের ক্লাসিক অলিম্পিক ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে ফ্রেঞ্চ ওপেনে। টানা দুই রাইন্ডেই চার সেটের ঘাম ঝরানো জয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারে। প্রতিপক্ষ আর্জেন্টাইন তারকা হুয়ান দেল পোত্রো।

পোত্রোর সামনে প্রতিশোধ নেওয়ার চ্যালেঞ্জ! রিও অলিম্পিকের রোমাঞ্চকর গোল্ড মেডেল ম্যাচে মারের কাছে হেরে যান। এবার বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছেন দু’জন।

দ্বিতীয় রাউন্ডে মারের পরীক্ষা নেন স্লোভাকিয়ার ‍মার্টিন ক্লিজান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেটই গড়ার টাইব্রেকারে। ৭-৬ (৭-৩) গেমের জয় তুলে নেন ক্লিজান। দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ান মারে। টানা দুই সেট জিতে নেন সমান ৬-২ গেমে।

দু’জনের লড়াইটা জমে যায় চতুর্থ সেটে। আবারও টাইব্রেকার। এবার শেষ হাসি হাসেন ব্রিটিশ আইকন। ৭-৬ (৭-৩) গেমে ঘাম ঝরানো জয়ে পা রাখের তৃতীয় রাউন্ডে। পুরো ম্যাচে ব্যাপ্তি ৩ ঘণ্টা ৩৫ মিনিট।

প্রতিপক্ষের ইনজুরিতে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন দেল পোত্রো। তৃতীয় সেটে ১-১ গেমে সমতা থাকা অবস্থায় হাঁটুর ইনজুরির কারণে অবসর নেন স্প্যানিশ নিকোলাস আলমাগ্রো। তার আগে দু’জনের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন দর্শকরা। প্রথম সেটে দেল পোত্রো ৬-৩ গেমের জয় তুলে নিলেও পরের সেটেই সমান ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ান আলমাগ্রো।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ২ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ