ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

সেমিতে নাদাল, অঘটনে জোকোভিচের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, জুন ৮, ২০১৭
সেমিতে নাদাল, অঘটনে জোকোভিচের বিদায় সেমিতে নাদাল, অঘটনে জোকোভিচের বিদায়-ছবি:সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন রাফায়েল নাদাল। শেষ আটের লড়াইয়ে প্রতিপক্ষ পাবলো কারেনো বুস্তা ইনজুরির কারণে নিজেকে প্রত্যাহার করে নিলে শেষ চার নিশ্চিত হয় পুরুষ টেনিসের সাবেক নাম্বার ওয়ান নাদালের।

রোঁলা গ্যাঁরোতে এদিন রেকর্ড ১০ম শিরোপা জয়ের লক্ষ্যে কোয়ার্টার ফাইনালে খেলতে নামে নাদাল। যেখানে তার প্রতিপক্ষ ছিলো স্প্যানিশ স্বদেশী বুস্তা।

কিন্তু ইনজুরির কারণে শেষ পর্যন্ত আর খেলা হয়নি। তার। এ সময় অবশ্য ১৪টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদালই এগিয়ে ছিলেন। ৬-২ ও ২-০ সেটে নাদাল লিড নিয়েছিলেন।

এদিকে শেষ আটের আরেক লড়াইয়ে অঘটনের শিকার হয়েছেন দ্বিতীয় বাছাই জোকোভিচ। সার্বিয়ান তারকা এদিন তরুণ ডোমিনিক থিয়েমের বিপক্ষে সরাসরি সেটে হেরে লজ্জাই পান। শেষ পর্যন্ত ৭-৬, ৬-৩ ও ৬-০ গেমে হেরে যান।

রেকর্ড ১০মবার ফ্রেঞ্চ ওপেনে সেমিফাইনালে উঠেছেন নাদাল। আর শেষ চারের লড়াইয়ে তার প্রতিপক্ষ ‍অস্ট্রিয়ান থিয়েমই।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ০৮ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ