ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

টেনিস

ফাইনালে উড়ন্ত নাদাল, মারের স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, জুন ১০, ২০১৭
ফাইনালে উড়ন্ত নাদাল, মারের স্বপ্নভঙ্গ রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে/ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের অধরা ফ্রেঞ্চ ওপেনের স্বপ্নটা আরো দীর্ঘায়িত হলো। আরেকটি ফাইনালের কাছে এসেও হতাশাই ডুবলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারে। সেমিতে সুইস তারকা স্ট্যান ওয়ারিঙ্কার কাছে পাঁচ সেটের প্রতিদ্বন্দ্বিতার পর হার মানেন গতবারের রানার্সআপ। শিরোপা লড়াইয়ে ওয়ারিঙ্কার সামনে রাফায়েল নাদাল।

মারে-ওয়ারিঙ্কার দুর্দান্ত লড়াই উপভোগ করেন দর্শকরা। প্রথম সেটই গড়ায় টাইব্রেকারে।

৭-৬ (৮-৬) গেমের জয়ে লিড নেন ব্রিটিশ আইকন। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে সমতায় ফেরেন রজার ফেদেরারের স্বদেশী। তৃতীয়টিতে ৭-৫ গেমের ফলাফলে আবারো এগিয়ে যান মারে।

চতুর্থ সেটও টাইব্রেকারে নিষ্পত্তি হয়। এবার আর পেরে ওঠেননি ‍মারে। ৭-৬ (৭-৩) গেমে জিতে ম্যাচ জমিয়ে তোলেন র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানধারী ওয়ারিঙ্কা। ফাইনাল নির্ধারণী পঞ্চম সেটে মারে যেন হাল ছেড়ে দেন! দাঁড়াতেই পারেননি। ৬-১ গেমের উড়ন্ত পারফরম্যান্সে ফাইনালে পা রাখেন ২০১৫ আসরে চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কা।  

শেষ চারের অপর ম্যাচে সরাসরি সেটের দাপুটে জয়ে ইতিহাস গড়ার আরও কাকাছাছি ফর্মের তুঙ্গে থাকা রাফায়েল নাদাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে বিদায় করা অস্ট্রিয়ান সেনসেশন ডমিনিক থিয়েমকে সরাসরি সেট ৬-৩, ৬-৪, ৬-০ গেমে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন ক্লে-কোর্টের (লাল মাটির কোর্ট) রাজা।

নাদালের সামনে একটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে রেকর্ড দশটি শিরোপা জেতার হাতছানি! থাকছে ফ্রেঞ্চ ওপেন পুনরুদ্ধারের চ্যালেঞ্জ (সবশেষ ২০১৪)। ক্লে-কোর্টে নাদাল কতটা অপ্রতিরোধ্য তা গ্র্যান্ড স্লামের পরিসংখ্যানেই স্পষ্ট। ক্যারিয়ারের ১৪টি গ্র্যান্ড স্লাম ট্রফির মধ্যে ফ্রেঞ্চ ওপেনেই ৯ বার চ্যাম্পিয়নের আসনে বসেন স্প্যানিশ সুপারস্টার।  

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ১০ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ