ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিতে ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিতে ফেদেরার ছবি: সংগৃহীত

শিরোপা জয় দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের (৩ জুলাই শুরু) প্রস্তুতির লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেলেন রজার ফেদেরার। গ্যারি ওয়েবার ওপেনে (হালে ওপেন) নবম ট্রফির আরও কাছে সুইস টেনিস কিংবদন্তি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির ফ্লোরিয়ান মায়ারকে হারাতে মাত্র ৬৬ মিনিট সময় নিয়েছেন ফেদেরার। সরাসরি সেট ৬-৩, ৬-৪ গেমের পারফরম্যান্সে শেষ চারে পা রাখেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

এই টুর্নামেন্টে তার সবশেষ শিরোপা আসে ২০১৫ আসরে।

ফাইনাল নিশ্চিতের ম্যাচে উঠতি রাশিয়ান খেলোয়াড় কারেন কাচানোভের বিপক্ষে কোর্টে নামবেন ১৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। যিনি স্বদেশী তরুণ আন্দ্রে রুবলেভকে ৭-৬ (১০-৮), ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টারের বাধা পার করেন।

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম ইভেন্ট অস্ট্রেলিয়ান ওপেন, ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স ও মিয়ামি ওপেন জয়ের পর ঘাসের কোর্টের প্রস্তুতি নিতে ফ্রেঞ্চ ওপেনসহ পুরো ক্লে-কোর্ট (লাল মাটির কোর্ট) সিজন এড়িয়ে যান ফেদেরার। কিন্তু, সম্প্রতি উইম্বলডনের প্রথম প্রস্তুতিতে বড় এক ধাক্কাই খেয়েছেন। স্টুটগার্ট ওপেনে নিজের প্রথম ম্যাচেই হারের লজ্জায় ডোবেন। সেই হতাশা ভুলে হালে ওপেনে ছন্দে ফিরেছেন ৩৫ বছর বয়সী এ টেনিস আইকন।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ২৪ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ