ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

টেনিস

শিরোপা জয়েই উইম্বলডনের প্রস্তুতি সেরে নিলেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
শিরোপা জয়েই উইম্বলডনের প্রস্তুতি সেরে নিলেন ফেদেরার শিরোপা জয়েই উইম্বলডনের প্রস্তুতি সেরে নিলেন ফেদেরার-ছবি:সংগৃহীত

গ্রাস কোর্টের নিজেকে আরও একবার প্রমাণ করলেন কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার। ২০১৭ হেল ওপেন জিতে নিয়ে আসন্ন উইম্বলডনের মহড়াও সেরে রাখলেন ৮ বারের এ চ্যাম্পিয়ন। হেল ওপেনের ফাইনালে জার্মান প্রতিদ্বন্দ্বি আলেকজান্ডার জুভেরেভকে স্ট্রেট সেটে উড়িয়ে এই টুর্নামেন্টে আরও এক বার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন সুইস এই টেনিস তারকা।

ফাইনালের শুরু থেকেই টুর্নামেন্টের তৃতীয় বাছাই আলেকজান্ডারের ওপর চেপে বসেন ফেদেরার। তার সামনে এ দিন কার্যত দিশেহারা দেখায় ২০ বছর বয়সী এই তরুণ জার্মান টেনিস খেলোয়াড়কে।

প্রথম সেটের শুরুতে কিছু চেষ্টা করলেও অভিজ্ঞতা ও প্রতিভার কাছে হার মানতে হয় আলেকজান্ডারকে।  

ফেদেরারের পক্ষে এ দিনের খেলার ফল ৬-১, ৬-৩। এই নিয়ে নবম বার হেল ওপেন জিতলেন রজার ফেডেরার। অন্য দিকে, হেল ওপেন জিতে ফেদেরারের ক্যারিয়ারে এটিপি ট্যুর টাইটেলের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯২।

৩ জুলাই থেকে শুরু হতে চলা উইম্বলডনের আগে ফেদেরারের হেল ওপেন জয় নাদাল-জকোভিচদের চিন্তা যে আরও বাড়িয়ে দিল তা আর বলার অপেক্ষা রাখে না।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২৬ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ