ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

টেনিস

চতুর্থ রাউন্ডে ভেনাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
চতুর্থ রাউন্ডে ভেনাস ভেনাস উইলিয়ামস/ছবি: সংগৃহীত

উইম্বলডন চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ভেনাস উইলিয়ামস। সরাসরি সেটের জয় পেলেও ঘাম ঝরাতে হয়েছে মার্কিন টেনিস আইকনকে। প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এবারের আসরে খেলতে পারছেন না ভেনাসের ছোট বোন সেরেনা। যিনি বর্তমান চ্যাম্পিয়ন।

জাপানিজ তরুণী নাওমি ওসাকার বিপক্ষে প্রথম সেটেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন ৩৭ বছর বয়সী ভেনাস। টাইব্রেকারে ৭-৬ (৭-৩) গেমের জয়ে স্বস্তির নিঃশ্বাসই ফেলেন সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

.দ্বিতীয় সেটে ১৯ বছর বয়সী ওসাকাকে অতদূর যেতে দেননি ভেনাস। ৬-৪ গেমে জিতে কোর্ট ছাড়েন। এর আগে তৃতীয় রাউন্ডে চীনের ওয়াং কিয়াংয়ের বিপক্ষে পিছিয়ে থেকে তিন সেটের ঘুরে দাঁড়ানোর জয় পেয়েছিলেন তিনি।

২০০৮ সালের পর প্রথম উইম্বলডন শিরোপা মিশনে ভেনাস। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে তার প্রতিপক্ষ ওসাকার সমবয়সী ক্রোয়েশিয়ান আনা কোনজাহ। যিনি স্লোভাকিয়ান তারকা ডমিনিকা চিবুল্কোভাকে ৭-৬ (৭-৩), ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের বাধা পার করেন।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ৮ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ