ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

নাদালের বিদায়, কোয়ার্টারে মারে-ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
নাদালের বিদায়, কোয়ার্টারে মারে-ফেদেরার ছবি: সংগৃহীত

প্রথম দুই সেট হারের পর দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়িয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। লুক্সেমবার্গের ৩৪ বছর বয়সী গিলের মুলারের কাছে হেরে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ডে অঘটনের শিকার হয়েছেন রাফায়েল নাদাল।

.ঘাম ঝরানো শ্বাসরুদ্ধকর ম্যাচ নির্ধারণী পঞ্চম সেট নিষ্পত্তি হয় ১৫-১৩ গেমে। একরাশ হতাশা নিয়ে কোর্ট ছাড়েন স্প্যানিশ টেনিস আইকন।

আগের চারটি সেটের প্রথম দু’টিতে ৬-৩, ৬-৪ গেমে পিছিয়ে থাকার পর ঠিক একই ব্যবধানে ম্যাচে ফিরেছিলেন নাদাল। পুরো ম্যাচের ব্যাপ্তি ৪ ঘণ্টা ৪৮ মিনিট।

গত মাসে রেকর্ড দশম ফ্রেঞ্চ ওপেন জয়ের পর উইম্বলডনেও পরিষ্কার ফেভারিট ছিলেন। কিন্তু ঘাসের কোর্টে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যটা দীর্ঘায়িত হলো। এ ইভেন্টে দু’বারের চ্যাম্পিয়ন নাদাল সবশেষ সাফল্য পান ২০১০ আসরে।

.নাদাল অঘটনের শিকার হলেও প্রত্যাশিত জয়ে সরাসরি সেটের জয়ে শেষ আটে পা রেখেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে ও সুইস কিংবদন্তি রজার ফেদেরার। ফ্রান্সের বেনোইত পেইরেকে ৭-৬ (৭-১), ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন ব্রিটিশ সেনসেশন।

টানা ১০ বছর উইম্বলডনের কোয়ার্টার নিশ্চিত করেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান মারে। অন্যদিকে, বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ১৫ বারের মতো শেষ আটে উঠলেন ফেদেরার। বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ৬-৪, ৬-২, ৬-৪ হারান সাবেক বিশ্বসেরা। সেমি নিশ্চিতের ম্যাচে যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরির মুখোমুখি হবেন মারে। ফেদেরারের প্রতিপক্ষ কানাডিয়ান তারকা মিলোস রাওনিক।

.এদিকে, নিরাপত্তাজনিত উদ্বেগের অজুহাত দেখিয়ে মঙ্গলবার (১১ জুলাই) পর্যন্ত নোভাক জোকোভিচ ও আদ্রিয়ান মানারিনোর মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ফেদেরারের ম্যাচ শেষের পর জোকোভিচের ম্যাচটি সেন্টার কোর্টে সরিয়ে নেওয়া যেত বলে দাবি তোলেন আমেরিকান লিজেন্ড জন ম্যাকেনরো। তবে আয়োজক কর্তৃপক্ষ তাদের যুক্তিতে অটল।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ১১ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ