এখন চলছে বছরের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডন। যেখানে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছেন গত এক বছর ধরে ফর্মে থাকা ফেদেরার।
খেলা দেখতে যাওয়া শচীন জানান, ‘সব সময়ই টেনিসের কোর্টে আসাটা আমার জন্য আলাদা অনুভূতি। টেনিসে উইম্বলডনের উপরে কিছু হয় না। গত ১০ বছর ধরে রজারকে দেখছি। আমি এখানে রজারকেই দেখতেই এসেছি। আমার মতে, একজন স্পোর্টসম্যান ও একজন টেনিস প্লেয়ারকে গোটা বিশ্ব সম্মান করে। সে খুব সাধারণ মানুষ। তাকে চেনাটা আমার জন্য প্রাপ্তি। ’
১৮বারের গ্র্যান্ডস্লাম জয়ী ফেদেরার রেকর্ড ১১তম উইম্বলডন ফাইনালে উঠলেন। সেমিফাইনালের লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচের মুখোমুখি হন ফেদেরার। যেখানে ৭-৬ ও ৭-৬ ও ৬-৪ এ জিতে ফাইনাল নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ১৫ জুলাই, ২০১৭
এমএমএস