শীর্ষ আট বাছাই হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে নামেন নাদাল-ফেদেরার। মাত্র ৫৩ মিনিটে ম্যাচ শেষ করেন সুইস কিংবদন্তি।
ক্রোয়েশিয়ান তরুণ বোর্না কোরিককে একই ব্যবধানে (৬-১, ৬-২) হারিয়েছেন নাদাল। তৃতীয় রাউন্ডে স্প্যানিশ আইকনের প্রতিপক্ষ উদীয়মান ডেনিস শাপোভালোভ। ২০০৪ সালে মিয়ামিতে নাদালের পর কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাস্টার্স সিরিজ টুর্নামেন্টে শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করেছেন ১৮ বছর বয়সী এ কানাডিয়ান।
আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন দেল পোত্রোকে সরাসরি সেট ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন শাপোভালোভ। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের অপর ম্যাচে ফেদেরারের সামনে স্প্যানিশ ডেভিড ফেরার।
সেমিতে উঠতে পারলেই অ্যান্ডি মারেকে হটিয়ে নাম্বার ওয়ান পজিশনে বসবেন গত জুনে রেকর্ড দশম ফ্রেঞ্চ ওপেন জেতা নাদাল। হিপ ইনজুরির কারণে রজার্স কাপ থেকে নাম প্রত্যাহার নেন ব্রিটিশ সেনসেশন। অন্যদিকে, কনুইয়ের সমস্যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের তো মৌসুমই শেষ হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১৭
এমআরএম